ছন্দ

ভালোবাসার মজার ছন্দ, স্ট্যাটাস ও ক্যাপশন

সম্মানিত পাঠক ভাই বোন বন্ধুগণ সকলের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা আমাদের ওয়েবসাইটে ভালোবাসা সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্টটি আমরা আপনাদের মাঝে ভালোবাসার মজার ছন্দ স্ট্যাটাস ও ক্যাপশন গুলো তুলে ধরব। বর্তমান সময়ে প্রতিটি মানুষের মাঝে ব্যক্তিগত জীবনে ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশের অনেকেই অনলাইনে ভালোবাসার মজার ছন্দ স্ট্যাটাসের ক্যাপশন গুলো অনুসন্ধান করে থাকে। তাদেরকে সাহায্য করার জন্য আমাদের ওয়েবসাইটে আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে। আপনারা প্রত্যেকেই আমাদের আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে ব্যক্তিগত জীবনের ভালোবাসার গুরুত্ব বুঝতে পারবেন এবং এর সুখ উপলব্ধি করতে পারবেন। প্রতিটি মানুষ আজকের এই ভালোবাসার মজার ছন্দ ও স্ট্যাটাস এসএমএস গুলো মাধ্যমেই প্রিয় মানুষের ভালোবাসার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন।

পৃথিবীর সবথেকে সুন্দরতম ও পবিত্রতম অনুভুতি হচ্ছে ভালোবাসা। এটি পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন হয়েছে। এই ভালোবাসা মূলত মানুষের জীবন কে সুন্দর ভাবে সাজাতে গোছাতে সাহায্য করে থাকে। ভালোবাসা মানুষের জীবনের এমন একটি অনুভূতি যা প্রতিটি মানুষের জন্মের পর পরিবারের কাছ থেকে পেয়ে থাকে। পরিবারের প্রতিটি সদস্য মূলত মানুষকে ভালোবাসা শিক্ষা প্রদান করে থাকে এ ভালোবাসার আদর্শে মানুষ প্রতিনিয়ত পরিবারের কাছে লালিত পালিত হয়ে থাকে এবং নিজে ভালোবাসা শিক্ষা লাভ করে।

মানুষ তার জীবনে নির্দিষ্ট একটি সময়ের পর পরিবারের ভালোবাসা ছাড়াও ব্যক্তিগত জীবনে একজন নির্দিষ্ট মানুষের ভালোবাসার অভাব বোধ করে থাকেন। তাইতো তিনি প্রতিনিয়ত নিজের পছন্দের কিংবা ভালোবাসার মানুষকে খুঁজতে থাকেন। ভালোবাসার মানুষ পেয়ে গেলে তিনি প্রতিনিয়ত এই ভালোবাসার মানুষকে নিয়ে নিজের স্বপ্নগুলোকে সাজিয়ে থাকেন এবং তাকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করেন। ভালোবাসার মানুষের কাছে প্রতিনিয়ত প্রতিটি মানুষ নিজের ভালোবাসার গুরুত্ব তুলে ধরে থাকেন।

ভালোবাসার মজার ছন্দ

অনেকেই অনলাইনে ভালোবাসার সুখ এবং ভালোবাসার গুরুত্ব বোঝার জন্য আমাদের আর্টিকেলটিতে ক্লিক করেন। তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা ভালোবাসার মজার ছন্দ সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনারা ভালোবাসার মজার ছন্দ গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে এই মজার ছন্দ গুলো ব্যবহার করতে পারবেন। আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য মূলত আজকের এই প্রতিবেদনটিতে ভালোবাসার মজার উপস্থাপন করেছি যা আপনাদের প্রত্যেক থেকে ব্যক্তিগত জীবনের ভালোবাসার অনুভূতিগুলো বুঝতে সাহায্য করবে। নিচে ভালোবাসার মজার ছন্দ গুলো তুলে ধরা হলো:

মনে পড়ে তোমাকে, যখন থাকি নিরবে,
ভাবি শুধু তোমাকে, সব সময় অনুভবে,
সপ্নে দেখি তোমাকে, চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছো নয়নে নয়নে ।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছো গোপনে ।

এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে ।
কখনো ভেবনা আমি তোমার থেকে অনেক দূরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।

অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই,
তুমি কেমন আছো সর্বোপরি তা জানতে চাই ।

অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যত দিন বেঁছে আছি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নিবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।

ভালোবাসার মজার স্ট্যাটাস

পৃথিবীতে ভালোবাসা এমন একটি পবিত্র অনুভূতি যার মাধ্যমে মানুষ জীবনে প্রতিটি অনুভূতি পেয়ে থাকে। এই ভালোবাসা যখন মানুষকে পরম শক্তি থাকে তেমনি বিভিন্ন বিষয়ে মজা দিয়ে থাকে। ভালোবাসার এই সুখ ও মজা উপলব্ধি করার জন্য অনেকেই অনলাইনে ভালবাসার মাজার স্ট্যাটাস গুলো বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে বেড়ান। তাদের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটি আজকের এই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে যা আপনাদেরকে ভালোবাসার মজার স্ট্যাটাস গুলো জানতে সাহায্য করবে। আপনি আমাদের আজকের এই ভালবাসার মাজার স্ট্যাটাস গুলো আপনার ব্যক্তিগত জীবনে ভালোবাসার গুরুত্ব বোঝার জন্য ব্যবহার করতে পারবেন। নিচে আপনাদের উদ্দেশ্যে ভালোবাসার মজার স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:

আজ হটাত বৃষ্টি এলো, ভিজে গেলো মন,
ভিজে গেলো স্বপ্ন গুলো, ভিজলো চোখের কোণ,
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোকনা বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।

আজ হতে অনেক দূরে, এই সৃতির কথাএ পরে,
আবসা হয়ে আমায় যদি আবার মনে পড়ে,
একটি বার কানটি পেতে শুনো আমার ডাক,
বুঝিয়ে বলো সময়টাকে একটু থমকে থাক,
ছিলাম আমি, আছি আমি, থাকবো নাকো পরে,
তাই মনে রেখো তিনটি কথা- তোমায়-মনে-পড়ে ।

আজকে তুমি রাগ করেছো, দুঃখ পাবো তাতে,
কালকে যখন তাকবো না কো রাগ দেখাবে কাকে ?
বিধির বিধান এই রকমই, একদিন তো যাবোই মরে,
বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে ।

ভালোবাসার মজার ক্যাপশন

সম্মানিত ভিউয়ার্স এখন আমরা আপনাদের উদ্দেশ্যে ভালোবাসার মজার ক্যাপশন গুলো উপস্থাপন করব। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে ভালোবাসা আমাদের ক্যাপশন গুলো সংগ্রহ করে আপনার ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের এই ক্যাপশন গুলো ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের এই ক্যাপশন গুলোর আলোকে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার অনুভূতিগুলো তুলে ধরার জন্য এই ক্যাপশনগুলো তাদের কাছে পাঠাতে পারবে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে আজকের এই ক্যাপশনগুলো আপনি শেয়ার করে দিতে পারবেন।নিচে ভালোবাসার মজার ক্যাপশন গুলো উপস্থাপন করা হলো আপনারা দেখে নিন।

আমার চোখে জল আর তোমার মুখে হাসি,
তারপরও আমি তোমাকেই ভালো বাসি ।

আমার ঠোটে তোমার নাম গেথে নিয়েছি,
আমার আধখানা হৃদয় তোমার হৃদয়ে বেঁধে নিয়েছি,
সারা পৃথিবী তোমায় শত খুঁজলেও পাবে না,
মনের এমন কোনায় তোমায় লুকিয়ে নিয়েছি ।

আমার ভালোবাসা চাঁদ নয় যে ডুবে যাবে,
আমার ভালোবাসা সূর্য নয় যে অস্ত যাবে,
আমার ভালোবাসা অক্সিজেনের মত সারা জীবন
তোমার মাঝে বেঁছে থাকবে ।

আজ না হয় কাল দেখা হবে তোমার সাথে
তার পরই সারাজীবন থাকবো তোমার পাশে।

স্কুল লাইফে দেখি তোমায় কলেজে এসে প্রেম
হাতে এখন দেখবে শুধুই তোমার নেম।

সাত বছরের প্রেম করে যখন হবে বিয়ে
তখনি যে ঘর বাধলে অন্য কাউকে নিয়ে

তোমার জন্য বন্য আমি নেই জীবনের মানে,
জীবন আমার ধ্বংস হলো তোমার প্রেমের টানে।

বোতল আমার সঙ্গী সাথী ধোঁয়ায় জীবন বাঁধা,
তবুও ভাবি কৃষ্ণ আমি তুমিই আমার রাধা।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে।

তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

হেরে গেলাম আজ তার কাছেই
যাকে বেসেছিলাম ভালো সব থেকেই

সেই কতই না ছিলাম আমি পাগল
তোমার জন্য শুধুই ভেজাতাম আমার এই গাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button