স্ট্যাটাস

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা| ইসলামিক জুম্মা মোবারক ক্যাপশন

আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম পাঠক ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলের প্রতি রইল পবিত্র জুম্মা মোবারক এর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে জুম্মা মোবারক উপলক্ষে নিয়ে এসেছি জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা সম্পর্কিত আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আমরা আপনাদের উদ্দেশ্যে জুম্মা মোবারক নিয়ে বেশ কিছু বাংলা স্ট্যাটাস তুলে ধরব। কেননা অনেকেই জুম্মা মোবারক উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ওয়েবসাইটে জুম্মা মোবারক নিয়ে বাংলাদেশ স্ট্যাটাস গুলো তুলে ধরা হয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি সুন্দর সুন্দর জুম্মা মোবারক নিয়ে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। তাই আশা করা যায় আমাদের আজকের এই জুম্মা মোবারক নিয়ে স্ট্যাটাস বাংলা সম্পর্কিত পোস্টটি আপনাদের কাজে লাগবে।

পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। যা মানুষকে পরিপূর্ণভাবে জীবন পরিচালনা করতে সাহায্য করে থাকে। এটি একজন মানুষের দুনিয়া ও আখেরাত সম্পর্কে জানতে সহায়তা করে থাকে। পৃথিবীতে ইসলাম ধর্মালম্বীরা নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধি নিষেধ গুলো অনুসরণ করে থাকেন।

বাস্তব কাজেও কথায় তারা ইসলামকে প্রাধান্য দিয়ে থাকেন। পৃথিবীতে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে জুমার দিন। সাধারণত গরিবদের হজের দিন বলা হয় এই দিনটিকে। এই দিনে জুমার নামাজের উদ্দেশ্যে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম মসজিদে এসে থাকেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনটিকে ঘোষণা করা হয়। এই দিন মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসলিম পুরুষগণ মসজিদে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে থাকেন।

জুম্মা মোবারক নিয়ে স্ট্যাটাস বাংলা

প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে জুমার দিন। যে দিনে তারা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য জুমার নামাজ আদায় করে থাকেন। অনেকেই আবার জুম্মার দিনের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াতে জুম্মা মোবারক নিয়ে বাংলা স্ট্যাটাস গুলো প্রকাশ করে থাকেন। তাদের জন্য আমাদের ওয়েবসাইটে আজকে নিয়ে এসেছি আমরা জুম্মা মোবারক নিয়ে স্ট্যাটাস বাংলা সম্পর্কিত আজকের এই পোস্টটি। এখান থেকে আপনারা জুম্মা মোবারক নিয়ে বেশ কিছু বাংলা স্ট্যাটাস পেয়ে যাবেন। আজকের এই স্ট্যাটাস গুলো জুম্মার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের সাহায্য করবে। আপনারা আমাদের স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনার বন্ধুদেরকে জুমার নামাজের প্রতি যত্নশীল হতে সহায়তা করতে পারবেন। নিচে জুম্মা মোবারক নিয়ে স্ট্যাটাস বাংলা পোস্টটি তুলে ধরা হলো:

তুমি মাটিতে মাথা নত করবে আর তোমার দুয়া কবুল হবে আকাশে,
**জুম্মা মোবারক**

শান্তি কাকে বলে, তা একমাত্র আল্লাহ তালার কাছে যারা মাথা নত করে তারা জানে।
>>”শুভ জুম্মা”<<

দুয়া শব্দ থেকে নয়, হৃদয় থেকে হতে হবে.
কারণ আল্লাহ তাদের কথা শোনেন,
যারা কথা বলতে পারে না।
***** জুম্মা মুবারাক *****

যদি ভালোবাসতে হয় আল্লাহকে ভালোবাসা,
যেখানে কোনো ধোঁকা নেই, বিচ্ছেদ নেই, ছলনা নেই, দুঃখ নেই,
থাকে শুধু স্নিগ্ধতা আর শুদ্ধতা আর মন ভরানো শান্তি.
** জুম্মা মোবারাক *****

তুমি যদি নামাজকে হৃদয়ের ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারো,
তাহলে পরবর্তী নামাজের জন্য আল্লাহ নিজে তোমাকে দার করাবেন।
*****জুম্মা মুবারাক *****

মন খারাপ করোনা বন্ধু, হৃদয়টাকে বিশাল পর্বতের মতো করো,
একদিন আল্লাহ তোমার দুয়া কবুল করবেন, ইনশাআল্লাহ।
*****জুম্মা মোবারক *****

সকলকে জানাই জুম্মাতুল বিদা মোবারক,
আল্লাহ আমাদের সবাইয়ের রমজানের ইবাদত কবুল করুন। আমীন,

আল্লাহর ভালোবাসা ব্যতিত পৃথিবীর সব ভালোবাসাই কষ্ট দায়ক,

দুয়ায় জন্য একবার হাত বাড়িয়ে দেখো, তিনি কাউকে খালি হতে ফিরে যেতে দেননি,
জুম্মা মোবারক

এই আশায় আমি সব কষ্ট সহ্য করি,
যে আল্লাহ সব পরীক্ষার পরই নূর বর্ষণ করেন.
– শুভ জুম্মা –

শুনেছি দুয়াতে নাকি অনেক ক্ষমতা আছে, যে কাজ পৃথিবীর কোনো শক্তি করতে পরে না, সে কাজ দুয়া দ্বারা সম্পন্ন সম্ভব, তাই সকলের জন্য আমার দুয়া রইলো,
**** জুম্মা মোবারক ****

ইসলামিক জুম্মা মোবারক ক্যাপশন

আপনাদের সকলকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি ইসলাম সম্পর্কিত একটি আলোচনা। একে অপরকে জুম্মা মোবারক জানানোর বিষয়টি বর্তমান সময়ে বেশ গুরুত্ব পেয়েছে বন্ধু-বান্ধবসহ পরিবার ও সামাজিক যোগাযোগের সকল বন্ধুদের একসাথে জুম্মা মোবারক জানানোর জন্য স্ট্যাটাস প্রদান করছেন অনেকেই। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি সুন্দর কিছু স্ট্যাটাসের মাধ্যমে আপনাদের বন্ধুকে জুম্মা মোবারক এক্ষেত্রে আমরা নিয়ে এসেছি এই আলোচনাটি। আলোচনার এই পর্যায়ে জুম্মা মোবারক ইসলামিক ক্যাপশন প্রদান করা হচ্ছে।

ভাইরাস কে নয়
ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন
-ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন!
জুম্মা মোবারক

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
জুম্মা মোবারক

যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
-আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।
জুম্মা মোবারক

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button