ছন্দ

জুম্মা মোবারক ছন্দ, স্ট্যাটাস, মেসেজ ও এস এম এস

আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমরা ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আজকের এই পোস্টটিতে আমরা জুম্মা মোবারক ছন্দ ও স্ট্যাটাস গুলো তুলে ধরবো। পৃথিবীতে ইসলামীদের জীবনের সাপ্তাহিক সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। যেদিন সারাবিশ্বে জুম্মা মোবারক হিসেবে পালন করা হয়। এই দিন কে গরিবের হজ্বের দিন বলা হয়। তাইতো অনেকেই এই দিনে বন্ধুদের কিংবা আত্মীয়দের কে নামাজের প্রতি আহ্বান জানানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা জুম্মা মোবারক ছন্দ ও সম্পর্কিত একটি পোস্ট। আপনি আজকের এই জুম্মা মোবারক ছন্দ ও স্ট্যাটাস গুলোর মাধ্যমে সকলের মাঝে পবিত্র জুম্মার দিনের গুরুত্ব তুলে ধরতে পারবেন। আপনার শেয়ারের মাধ্যমে অনেকে ই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই দিক নির্দেশনাগুলো গ্রহণ করতে পারবে।

প্রতি সপ্তাহের সব থেকে পবিত্র একটি দিন হচ্ছে জুম্মার দিন অর্থাৎ যেদিন শুক্রবার। কেননা ইসলাম ধর্মাবলম্বী প্রতিটি মানুষ এই দিনে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করে থাকেন। এই দিনটিকে পবিত্র একটি দিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই দিনকে গরিবের হজের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাইতো এই দিনে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম এর সুন্নত মোতাবেক পরিপূর্ণ রূপে গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হন।

এই দিনে তারা সকলে একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করে থাকেন এবং একে অপরের সাথে কলা কৌশল বিনিময় করেন। এটির মাত্র দিন যে দিনে মহান আল্লাহ তাআলা অসংখ্য পাপী ব্যক্তিকে পাপের জন্য ক্ষমা করেন। তাই আমাদের ইসলাম ধর্মালম্বী হিসেবে প্রতিটি মানুষের উচিত জুম্মার এই দিনটি হেলায় দোলায় না কাটিয়ে বরং আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাতে হবে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে।

জুম্মা মোবারক ছন্দ

পৃথিবীতে প্রতিটি ইসলাম ধর্মালম্বী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে জুম্মা মোবারক এর দিনটি। কেননা এই দিনে তারা প্রতিটি মানুষ মসজিদের একত্র হয়ে মহান আল্লাহতালার উদ্দেশ্যে জুম্মার নামাজ আদায় করে থাকেন। এই দিনটির গুরুত্ব প্রতিটি মানুষের জীবনে রয়েছে। এই দিনে মূলত মহান আল্লাহতালা প্রতিটি মানুষকে ক্ষমা করে থাকেন এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে রহমত দান করেন। তাইতো এই দিনের গুরুত্ব সকলের জন্য তুলে ধরার জন্য অনেকেই অনলাইনে জুম্মা মোবারক ছন্দ গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে যার মাধ্যমে আপনারা জুম্মা মোবারক এর গুরুত্ব বুঝতে পারবেন এবং এই ছন্দ গুলো আপনি সকলের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে জুম্মা মোবারক এর প্রতি আহ্বান জানাতে পারবেন। নিচে জুম্মা মোবারক ছন্দ গুলো তুলে ধরা হলো:

** শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন।
“জুম্মা মোবারক”

** শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো,
এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
“জুম্মা মোবারক”

** মুসলিম আমার নাম, কুরআন আমার জান।
নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ী।
আল্লাহ্ আমার রব, নবী আমার সব।
ইসলাম আমার ধর্ম, এবাদত আমার কর্ম।
“জুম্মা মোবারক”

** মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই।
যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
“জুম্মা মোবারক”

জুম্মা মোবারক নিয়ে বাংলাতে অনেক স্ট্যাটাস রয়েছে। চলুন দেখে নেই কিছু Jumma Mubarak Status Bangla দেখে নেওয়া যাক-

বাড়ির কাছে মসজিদে যায় না।
অথচ স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাবো।
“জুম্মা মোবারক”

গান শুনে- শুনে ঘুমানো নয়।
আল কুরআন শুনে
ঘুমানো অধিকতর ভালো।
“জুম্মা মোবারক”

তিনটি প্রেমে কোন কষ্ট নাই
আল্লাহর সাথে।
রাসুল (সঃ) এর সাথে।
মা-বাবার সাথে।
“জুম্মা মোবারক”

জুম্মা মোবারক স্ট্যাটাস

সপ্তাহের সব থেকে পবিত্র একটি দিন হচ্ছে শুক্রবার যে দিনটি জুম্মা মোবারক হিসেবে মুসলিম ধর্মালম্বীগণ পালন করে থাকেন। এই দিনটি কে গরিবের হজের দিন বলা হয়। এই দিন প্রতিটি মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করেন। অনেক ধর্মপ্রাণ মুসলিম সকলকে জুম্মার নামাজের গুরুত্ব তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের জুম্মার নামাজ নিয়ে স্ট্যাটাস শেয়ার করেন। তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা জুম্মা মোবারক স্ট্যাটাস সম্পর্কিত পোস্টটি। যেগুলোর মাধ্যমে আপনি সকলের মাঝে জুম্মা মোবারক এর গুরুত্ব তুলে ধরতে পারবেন এবং সবাইকে এই দিনটির প্রতি যত্নশীল হতে সাহায্য করতে পারবেন। নিচে জুম্মা মোবারক স্ট্যাটাসগুলো তুলে ধরা হলো:

ভালোবেসে স্ত্রীর হাত ধরলেও
সগিরা গুনাহ মাফ হয়ে যায়।
– হযরত মুহাম্মদ(সাঃ)
“জুম্মা মোবারক”

কাগজ দিয়ে অনেক কিছু
তৈরী করা হয় ।
তার মধ্যে সবচেয়ে উত্তম
আল-কুরআন।
“জুম্মা মোবারক”

চোখে ঘুম নেই? উঠে নামাজ পড়ো।
মনে শান্তি নেই? উঠে নামাজ পড়ো।
একমাত্র নামাজ ই তোমার অন্তরকে প্রশান্তি দিতে পারবে।
———– জুম্মা মোবারক

জুম্মার দিন মসজিদে আজান হওয়ার পর আর ঘরে বসে থেকো না।
পাক-পবিত্র হয়ে হেটে মসজিদে চলে আসো।
———- জুম্মা মোবারক

তুমি চুরি করো, ডাকাতি কর,
আর যাই করো না কেনো তাও নামাজ ছেড়ো না।
———- জুম্মা মোবারক

** যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ!
“জুম্মা মোবারক”

** শুক্রবার মানেই হচ্ছে
গরিবের হজ্বের দিন।
“জুম্মা মোবারাক”

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে
আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
-হযরত মুহাম্মদ (সাঃ)

আজকের এই জুম্মার দিন উপলক্ষে
আল্লাহ তা’লা যেন সবার মনের আশা কবুল করে নেয়। আমিন।
———- জুম্মা মোবারক

** ভাইরাস কে নয়, ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন! ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন।
“জুম্মা মোবারক”

** বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
“জুম্মা মোবারক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x