কবিতা

ছোট ভাই নিয়ে কবিতা, উক্তি, স্ট্যাটাস

প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে আজকে ছোট ভাই নিয়ে কবিতা সম্পর্কিত একটি প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের মাঝে ছোট ভাই নিয়ে বেশ কিছু কবিতা তুলে ধরব। পৃথিবীর প্রতিটি মানুষের কাছে অতি আদরের একজন হচ্ছে তার ছোট ভাই। যাকে পৃথিবীর প্রতিটি বড় ভাই-বোন ভালোবাসা দিয়ে আগলে রাখে এবং তার সমস্ত চাওয়া পাওয়া গুলো পূরণ করে থাকে। অনেক সময় ছোট ভাইকে ভালবেসে ছোট ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা শেয়ার করে থাকেন। এজন্য আজকে আমাদের ওয়েব সাইটে আমরা ছোট ভাইকে নিয়ে বেশ কিছু কবিতা তুলে ধরেছি যেগুলো আপনি আপনার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশের ব্যবহার করতে পারবেন। তাই আশা করা যায় আজকের এই ছোট ভাইকে নিয়ে কবিতা গুলো আপনাদের সকলের ভালো লাগবে।

পৃথিবীতে প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের সম্পর্ক গুলোর প্রয়োজন রয়েছে। মানুষের জীবনে সাধারণত দুই ধরনের সম্পর্ক বিদ্যমান রয়েছে একটি হচ্ছে রক্তের সম্পর্ক অপরটির আত্মার সম্পর্ক। রক্তের সম্পর্কের প্রতিটি মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক গড়ে উঠে থাকে তাইতো পৃথিবীর প্রতিটি মানুষ পরিবারের প্রতিটি সদস্যকে অসম্ভব ভালবেসে থাকেন। পরিবারের সদস্যদের জন্যই তারা নিজের জীবনের সমস্তটুকু বিসর্জন দিয়ে শুধুমাত্র তাদের কথাই চিন্তা করে থাকেন। পৃথিবীতে বাবা হচ্ছে প্রতিটি মানুষের ছায়া মা হচ্ছে পৃথিবীর ভালোবাসা যার কাছ থেকে মানুষ পৃথিবীতে ভালোবেসে শিক্ষা গ্রহণ করে থাকে। অপরদিকে বোন হচ্ছে আদরের ভালোবাসা এবং ভাই হচ্ছে স্বপ্নের আশা। অর্থাৎ একজন মানুষের জীবনে প্রতিটি ভালবাসার প্রয়োজন রয়েছে তাইতো প্রতিটি মানুষের জীবনে পরিবারের মূল্য আলাদা হয়ে থাকে। প্রতিটি মানুষ পরিবারের সকল সদস্যের তুলনায় নিজের ছোট ভাই বোনকে অসম্ভব ভালবেসে থাকে এবং নিজের সর্বোচ্চ টুকু দিয়ে তাদেরকে ভালোবেসে আগলে রাখেন।

ছোট ভাই নিয়ে কবিতা

অনেকেই ছোট ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়ার জন্য ছোট ভাইকে নিয়ে কবিতাগুলো অনুসন্ধান করেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ছোট ভাই নিয়ে বেশ কিছু কবিতা তুলে ধরেছি। আজকের এই কবিতা গুলো আমরা অনেক কবির কবিতার বই থেকে সংগ্রহ করেছি। কেননা বাস্তব জীবনে প্রতিটি কবি নিজের জীবনের সম্পর্কের মূল্য তুলে ধরতে বিভিন্ন ধরনের কবিতা তুলে ধরেছেন যেগুলো বাস্তব জীবনে আমরা সম্পর্ক গুলোর গুরুত্ব তুলে ধরতে এবং উপলব্ধি করতে সাহায্য করে থাকে। তাইতো আমরা আজকে আমাদের ওয়েবসাইটে আপনাদের উদ্দেশ্যে ছোট ভাই নিয়ে কবিতাগুলো তুলে ধরেছি। আপনি আপনার ব্যক্তিগত জীবনের ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশে আজকের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। নিচে ছোট ভাই নিয়ে কবিতা গুলো তুলে ধরা হলো:

আমার আদরের ছোট্ট ছোট ভাই

আমি হারিয়ে যেতে চাই ,

তোর আনন্দঘন কাল্পনিক পৃথিবীতে ,

আমি হারিয়ে যেতে চাই  ,

তোর হাসি মাখা ওই হাসিটাতে ,

আমি হারিয়ে যেতে চাই ,

তোর নিষ্পাপ ওই চেহারাতে।

ভাই নিয়ে উক্তি

> ভাই সৃষ্টিকর্তার দেয়া অন্যতম শ্রেষ্ঠ একটি উপহার – আকাশ আহমেদ

> একজন বড় ভাই হল ছোট ছোট আবদার পূরণের অন্যতম মাধ্যম।

> একজন বড় ভাই নিজে হেরে যায় ছোট ভাইবোনদের জেতানোর জন্য।

> বড় ভাই বড় মাছের মাথা না খেয়ে ছোট ভাইকে দিয়ে খাওয়ায়। এ আত্মত্যাগ অন্য কারো পক্ষে সম্ভব না।

> আমি সৃষ্টিকর্তার প্রতি খুশি ও আনন্দিত কেননা আমার একজন ভাই আছে।

> সুসময় ও দুঃসময়, উভয় সময় এর পরম বন্ধু হলো ভাই।

> বিপদের সময় আর কাউকে পাশে পান আর নাই বা পান, আপনার ভাইকে আপনি

অবশ্যই পাবেন।

> অনেক সময় একজন বড় ভাই নিজের সুখকে বিসর্জন দেয় শুধুমাত্র ভাইয়ের জন্য।

> একজন ভাই সর্বদাই তার ভাইয়ের পাশে ছায়ার মতো থাকে যাতে তার শরীরে কোন আচর না পরে।

> আমার কোনো কিছুর অভাব নেই কেননা আমার একজন ভাই আছে।

> একজন ভাই টাকাটা শতকোটি টাকার মালিক থাকার চেয়েও ভালো।

> আপনি হয়তো মুভিতে অনেক সুপারহিরো দেখেছেন। কিন্তু প্রকৃত হিরো হলো ভাই।

> ভাই হল বাস্তব জীবনের হিরো। আর সিনেমার নায়ক হলো পর্দার হিরো।

> ভালোবাসি শব্দটা উচ্চারণ না করেও নিজের সর্বস্ব দিয়ে ভালবাসার ব্যক্তিটির নাম হল ভাই।

> আপনার জীবনের মূল্যবান একটি সম্পদ থেকে আপনি বঞ্চিত যদি আপনার ভাই না থাকে।

ভাই নিয়ে স্ট্যাটাস

>আপনার হয়তো কোটি টাকা থাকতে পারে কিন্তু আমার একজন ভাই আছে।

> যার ভাই নেই সে হাজারো সুবিধা থেকে বঞ্চিত।

> বড় ভাই মানে সকালে শাসন করে রাতে বাড়ি ফেরার সময় পছন্দনীয় কিছু নিয়ে আশা।

> ভাই মানে হাজারটা আবদার করা।

> বড় ভাই মানে নিজে না হেসে ছোট ভাই-বোনদের মুখে হাসি ফোটানো।

> বড় ভাই মানে বাবার পরে পরিবারের জন্য দ্বিতীয় ছায়া।

> বড় ভাই মানে ছোট ভাই বোনদের প্রতি এক নিবিড় ভালোবাসা।

> একমাত্র বড় ভাই নিজের পরিবারের জন্য সর্বোচ্চ ত্যাগ করে থাকে।

> পরিবারের জন্য নিজের দুঃখ-কষ্ট কে হাসি মুখে উড়িয়ে দেওয়ার নাম ভাই।

.> বড় ভাই মানে ছোট ভাইবোনদের কলিজা।

> হাজারটা বিরক্ত সহ্য করার নাম ভাই।

> আপনি হয়তো বড় ভাইকে কঠোর মনে করতে পারেন। কিন্তু তার হৃদয়টা যে উদারতার তার প্রমাণ পাওয়া যায় সময় মত।

ভাই নিয়ে ক্যাপশন

> বড় ভাই মানে যেন ভিন্ন এক পৃথিবী। যে পৃথিবী শুধু স্নেহ, মায়া, মমতা দ্বারা আবৃত।

> বড় ভাইয়ের স্নেহ ভালোবাসা সবার ভাগ্যে জোটে না।

> বড় ভাই মানে বাবার পরে, বাবার মতো করে আবার পরিবারের দায়িত্ব নেওয়া।

> বড় ভাই নিজের পরিবারের জন্য কষ্ট করে ভাই-বোনকে অনেক ভালোবেসে আগলে রাখে।

> ভাইয়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই। কারণ ভাইয়ের ভালবাসায় কোন স্বার্থ থাকেনা।

> ভাই মানে অদ্ভুত এক অনুভূতি।

> ভাই মানে খুনসুটি ভালবাসার নাম।

> ভাই মানে বট গাছের ছায়া, যার কখনো শেষ নেই।

> একজন ভাই তার ভাইয়ের সাথে ছায়ার মতো বিরাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x