রোমান্টিক কবিতা| ভালোবাসার রোমান্টিক কবিতা
রোমান্টিক কবিতা বলতে মূলত সেই সব কবিতাকে বুঝায় যে কবিতা গুলো একজন মানুষের মনে রোমান্টিকতাকে প্রকাশ করতে সাহায্য করে থাকে। অর্থাৎ যে কবিতাগুলো ব্যবহার করার মাধ্যমে কবির রোমান্টিকতার পরিচয় পাওয়া যায় সেগুলোই হচ্ছে রোমান্টিক কবিতা। অনেকেই অনলাইনে নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রয়োজনে রোমান্টিক কবিতা গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা রোমান্টিক কবিতা গুলো তুলে ধরেছি। আপনি আজকের এই রোমান্টিক কবিতা গুলো ব্যবহার করে আপনার রোমান্টিক মনোভাব প্রকাশ করার জন্য আমাদের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের জন্যই মূলত আমাদের ওয়েবসাইটে আজকে আমরা বেশ কিছু রোমান্টিক কবিতা তুলে ধরেছি। আশা করছি এই কবিতা গুলো আপনাদের উপকারে আসবে।
কবিতা মূলত একজন কবির মনের ভাব প্রকাশের মাধ্যম কে বুঝিয়ে থাকে। কবি তার কবিতায় নিজের মনের সকল অনুভূতি প্রকাশ করে থাকেন। কবিতার মাধ্যমে মূলত কবি নিজের মনের অনুভূতি গুলো এবং ভালোলাগা মন্দ লাগা এছাড়া বিভিন্ন ধরনের চিন্তাশক্তি ও উপমাগুলোর পরিচয় তুলে ধরে থাকেন। এছাড়া অনেক কবি রয়েছেন যারা নিজের মনের কথাকে কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকেন বলে নিজেই কবিতায় বেশ কিছু রোমান্টিক কবিতা প্রকাশ করেছেন। এই রোমান্টিক কবিতা গুলো বর্তমান সময়ের প্রতিটি মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
কেননা রোমান্টিক কবিতা গুলো সংগ্রহ করার মাধ্যমে অনেকেই ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষটির কাছে রোমান্টিকতা প্রকাশ করার জন্য কবিতা গুলো ব্যবহার করে থাকেন। রোমান্টিক এই কবিতা গুলো মানুষের মনের রোমান্টিক অনুভূতি শেয়ার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাইতো বর্তমান সময়ের প্রতিটি মানুষের মাঝে রোমান্টিক কবিতাগুলো সংগ্রহ করার অনেক আগ্রহ তৈরি হয়েছে।
রোমান্টিক কবিতা
রোমান্টিক কবিতা বলতে যে কবিতার মাধ্যমে রোমান্টিকতা প্রকাশ করা হয় সেই কবিতাগুলোকে বুঝিয়ে থাকে।কবিগণ তাদের কবিতার ভাষায় বেশ কিছু রোমান্টিক কবিতা লিখেছেন যা আমাদের ব্যক্তিগত জীবনের রোমান্টিকতা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এজন্য অনেকেই নিজের মনের রোমান্টিক অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য অনলাইনে রোমান্টিক কবিতা গুলো অনুসন্ধান করে। তাদের উদ্দেশ্য আজকে আমরা তুলে ধরেছি রোমান্টিক কবিতা সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্ট থেকে আপনারা রোমান্টিক কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে এই কবিতা গুলোর ব্যবহার করতে পারবেন। আমাদের এই রোমান্টিক কবিতা গুলো আপনি আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করে আপনার মনের প্রকাশে আমাদের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। নিচে রোমান্টিক কবিতা গুলো তুলে ধরা হলো:
“SMS হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি
মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তোমার নয়ন জুড়ে।”
মন চাই তোমায় ভালোবাসি।
মন চাই তোমার কাছে আসি।
মন চাই তোমার মুখের হাঁসি।
মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি!
“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”
আমি বৃষ্টি হবো
যদি তুমি ভেজো
আমি হারিয়ে যাবো
যদি তুমি খোঁজো
আমি ভালোবাসার
মতো ভালোবাসবো
যদি তুমি ভালোবাসো
তুমি সাথী হয়ে এলে।
আমি নয়ন ভরে, জীবন ভরে,
রাখবো তোমায় আপন করে।
সুখে দুঃখে দেখবো তোমায়,
প্রেমের প্রদীপ জ্বেলে।
“বাসি ভাতে কাঁচা লঙ্কা,
গরম ভাতে ঘী..
তুমি আমি প্রেম করবো…
পারার লোকের কি?”
“তুমি যদি হও নীলকণ্ঠ পাখি.
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো.
শুনব না কারো মানা।”
হঠাৎ বৃষ্টি নামলে,
জানলায় বাড়িয়ে দিও
তোমার দুটি হাত…
আমি বৃষ্টি হয়ে খুঁজবো,
তোমায় ছোঁয়ার অজুহাত।
“সাথী হারা মন শোনেনা বারণ,
শুধু কাছে চাই তোমাকে।
কে সেই তুমি, তুমিই কি সেই,
যার মন চাই আমাকে।”
“তোমার মুখের হাঁসি টুকু
লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা,
বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে,
আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন
শূধু মরুভুমি।”
“শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন।
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ।”
ফুলের বুকে মধু থাকে,
নদীর বুকে ঢেউ,
তুমি ছাড়া এ জীবনে
নেই যে আর কেউ ।
আকাশের বুকে চাঁদ থাকে,
চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া কেমন
করে থাকি আমি ভালো।
ভাবি তোমায় সারাক্ষণ,
দিলাম তোমায় আমার মন।
যদি আসো কাছে,
থাকবো তোমার পাশে।
যদি না দাও ব্যাথা,
দিলাম তোমায় কথা।
হারাবো না কোনো দিন,
পাশে থাকবো চিরদিন।
তুমি আমার ছন্দের প্রেরণা,
তুমিই রাতের ভাবনা!
আসুক শত তুফান ভারী
মূল্যেও হারাবো না!
স্বপ্ন দেখি তোমায় ঘিরে,
রাখবো তোমার মান,
হৃদয়ে থেকো সাত জনম ধরে,
থাকতে আমার প্রান !!
আমার প্রতিটা ছন্দের বাক্য তুমি,
আমার প্রতিটা কবিতার কথা তুমি।
আমার প্রতিটা গানের কলি তুমি,
আমার জীবনের চলার সাথি তুমি।
আমার জীবনের ভালবাসা তুমি,
আমার হৃদয়ের সব টুকু ভালবাসার উৎস তুমি।
এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথেও
দেবো আমি আড়ি!
তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শত শত ঝুঁকি।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।
দুটি পাখির দুটি মন,
যদি হয় এক,
দুটি মনের একটি আশা,
লোকে বলে তার নাম ভালবাসা,
ফুল ফুটে বাগানে,
প্রেম হয় গোপনে,
বাড়ির আসে পাশে প্রেম করলে
সুখ হয় সবার জীবনে।
তুমি আমার আশার আলো,
তোমায় ভেবে দিনটা কাটে ভালো,
চোখ বুঝলে তোমায় দেখি,
চোখ খুললেই আলো,
তোমার ওই চোখের কাজল
লাগে আমার ভালো,
চোখের ওই পলক তোমার
নিশী রাতের আলো ,
ভোরের ফোটা গোলাপ তুমি,
পাপড়ি তোমার ঠোঁট।