কবিতা

চোখ নিয়ে কবিতা| চোখ নিয়ে কবিতার লাইন

প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে তার চোখ। যা মানুষের কাছে মহামূল্যবান সম্পদ হিসেবে পরিচিত। এই চোখের নিজস্ব সৌন্দর্য রয়েছে। চোখের সম্পর্ক মানুষের মনের সাথে রয়েছে যার কারণে চোখ মানুষের মনের কথা বলে দিয়ে থাকে। প্রতিটি মানুষের চোখে নিজস্ব সৌন্দর্য রয়েছে যা চোখের মাধ্যমে ফুটে উঠে। অনেকেই প্রিয়জনদের চোখের প্রশংসা করার জন্য অনলাইনে চোখ নিয়ে কবিতা গুলো খুজে থাকেন। তাদের জন্য আজকে তুলে ধরেছি আমরা চোখ নিয়ে কবিতা সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনারা চোখ সম্পর্কে বিভিন্ন ধরনের কবিতা সংগ্রহ করে আপনার প্রিয় মানুষের চোখের প্রশংসা করার জন্য আমাদের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে আজকে চোখ নিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা তুলে ধরেছি যেগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে উপকারে আসবে।

প্রতিটি মানুষের জীবনের মহামূল্যবান একটি সম্পদ হচ্ছে তার চোখ। প্রতিটি মানুষের নিজের চোখে সৌন্দর্য রয়েছে। এই সৌন্দর্য মনের অভ্যন্তরীণ চক্ষু দিয়ে মানুষ অনুভব করে থাকে। পৃথিবীতে অনেকের চোখ রয়েছে বড় বড় যাদেরকে ডাগর চোখের মানুষ বলা হয়। আবার অনেকের চোখের মাধ্যমে মায়া ফুটে ওঠে যারা মায়াবী অধিকারী। আবার অনেকের চোখ হরিণের চোখের মত যা সকলকে আকৃষ্ট করে থাকে। তবে প্রতিটি মানুষ প্রিয়জনের চোখের প্রশংসা করে থাকেন। মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার মাধ্যমে মানুষ পৃথিবীর সকল বাতাস ও সৌন্দর্য দেখে উপভোগ করে থাকে। মানুষের মনের সকল ভাষা চোখের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে তাই তো প্রতিটি প্রিয়জন নিজের প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে মনের সকল কথা উপলব্ধি করতে পারেন। প্রতিটি মানুষ প্রিয়জনের চোখের প্রশংসা করে থাকেন। তারা প্রিয়জনের চোখের মায়ায় ডুবে গিয়ে নিজের সারা জীবন অতিবাহিত করে থাকেন।

চোখ নিয়ে কবিতা

অনেকেই অনলাইনে প্রিয়জনের চোখের প্রশংসা করার জন্য চোখ নিয়ে সুন্দর সুন্দর কবিতা গুলো খুঁজে থাকেন। তাদের উদ্দেশ্যে আমরা আজকে লিখেছি আমাদের ওয়েব সাইটে চোখ নিয়ে বেশ কিছু কবিতা। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে চোখ নিয়ে কবিতা গুলো সংগ্রহ করে আপনার ব্যক্তিগত জীবনে প্রিয় জনের চোখের প্রশংসা করার জন্য আমাদের আজকের এই সুন্দর সুন্দর কবিতা গুলো ব্যবহার করতে পারবেন। আপনি সকলের মাঝে আমাদের আজকের এই চোখ নিয়ে কবিতা গুলো শেয়ার করে তাদেরকে জানাতে পারবেন। আপনার বন্ধু-বান্ধব থেকে শুরু করে প্রিয় মানুষের কাছে আমাদের আজকের এই চোখ নিয়ে কবিতাগুলো পাঠাতে পারবেন। নিচে চোখ নিয়ে কবিতা গুলো তুলে ধরা হলো:

কবিতা – ১
প্রেমাতুর নেত্র
নেত্র তাহার কাজল কালো, টানা টানা আখি
মায়াবীনি তনয়াটারে চোখের তারায় রাখি।
দৃষ্টিতে প্রেম ঝরে, হাসিতে স্নিগ্ধতা
যতই দেখি তারে, ঘিরে ধরে মুগ্ধতা।

চঞ্চলা হরিনী- চোক্ষেতে কামনা
তার হতে দূরে থাকা, সে তো বড় যাতনা!
পড়েছি প্রেমে আমি গভীর ঐ দৃষ্টিতে
এমন মোহময়ী আর নেই সৃষ্টিতে।

সঞ্চারিনী ভেবে করো নাকো ভুল
এ প্রেম পেতে ঠিক হবে ব্যাকুল,
স্বর্গের অপ্সরাও মেনে যাবে হার
ও চোখের প্রেমেতে পড়বো বারংবার।

কবিতা-২
অভিমানী দৃষ্টি
দৃষ্টি দিয়ে দংশিবে হায়, মতি বোঝা দায়-
চোক্ষে যেন অগ্নি ঝরে- কি করিবো হায়!
অভিমান-অনুযোগের মিশেল চোখের পাতায়,
তল হারিয়ে ঠাই না পায় চোখের গভীরতায়।

মায়ার বদলে সেথায় দেখি ক্রোধের তরী
তবুও চোখে জল জমেছে, যেন ঝরবে অশ্রুবারী!
অব্যক্ত কথারা বুঝি ভাসে চোখের কোনে,
নির্লিপ্ততা গেলেও দেখা মনটা সবই জানে।

ক্রোধান্বিত চোখের পানে তাকিয়ে থাকা দায়,
উদাসী চাহনীতে ঠিকই তোমায় জড়ায়;
চোখের ভাষা ঐ হৃদয়ের আরশি,
হেথায় কোন কপটতা নেই, অক্ষি দুঃসাহসি।

কবিতা-৩
প্রিয়র অপেক্ষায়
অক্ষিতে অশ্রুর সঞ্চার ঘটে রোজ,
হিয়া বোঝে না প্রিয়- কোথা পাই খোঁজ?
নয়নে নয়নে বাধা সে প্রনয় বাধন-
আনন্দ বদলে আজ হয়েছে রোদন!

চোখের গভীরতা মিছে কভু হয়?
হে প্রিয় এসো ফিরে, লাগে বড় ভয়।
দিকবিদিকশুন্য আজ চঞ্চল সে চোখ,
আখি আজও নেশাতুর তোমাতেই ঝোঁক।

কেন ফেলে গেলে চলে, হলে চোখের আড়াল?
অনুভূতির ব্যবচ্ছেদ করে ধারালো করাল!
চক্ষু মুদিলে আজও ভাসে সব স্মৃতি,
যেখানেই রও প্রিয় নিও মোর প্রীতি।

কবিতা-৪
দুঃসাহসী প্রেমিক
শোনো হে শোনো কামিনী-
ও মায়বী চোখের অধিকারীনি-
জেনে নিও ডুবতে চাই আমি ঐ চোখে
দুঃসাহস কার মোরে রুখে?

কাজল কালো রেখো তোমার ঐ আখি,
ভুলেও দিও না মোরে ফাঁকি।
তুমি যে নীল নয়না,
তোমাকে না পাবার আছে বড় যাতনা।

ও চোখের গভীরতায় দিবো আমি ডুব,
হৃদয়ের প্রতিচ্ছবি দেখা হবে খুব।
নয়নে নয়ন রাখো রূপসী-
প্রনয়ের ডোরে বাধবো তোমায়, করবো প্রেয়সী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x