কবিতা

হঠাৎ দেখা কবিতা| হঠাৎ দেখা প্রেমের কবিতা

কবিতা মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম একটি বাহন। এই কবিতার মাধ্যমে কবি বাস্তবতার বিভিন্ন ধরনের শিক্ষা এবং মানুষের মাঝে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরেন। তাইতো প্রতিটি মানুষ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ধরনের কবিতা গুলো ব্যবহার করে থাকেন। এজন্যই আমরা আজকে নিয়ে এলাম আমাদের ওয়েবসাইটে আমরা আপনাদের মাঝে হঠাৎ দেখা কবিতা সম্পর্কে একটি পোস্ট। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে হঠাৎ দেখা বেশ কিছু কবিতা তুলে ধরব যেগুলো আপনি আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই কবিতা গুলো ব্যবহার করতে পারবেন। মূলত আপনাদের জন্যই আমাদের আর্টিকেলটিতে আজকে হঠাৎ দেখা অত্যন্ত সুন্দর সুন্দর কবিতা গুলো তুলে ধরা হয়েছে। তাই আশা করা যায় আমাদের আজকের এই হঠাৎ দেখা কবিতা গুলো আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

পৃথিবীতে মানুষ যে সকল মাধ্যম ব্যবহার করে মনের ভাষা প্রকাশ করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে কবিতা।যা কবি সাহিত্যিক গণ সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে লিখে থাকেন। পৃথিবীতে প্রতিটি বিষয়ের উপর কবি ও সাহিত্যিকগণ বেশ কিছু কবিতা লিখে থাকেন যেগুলো মানুষকে বাস্তবতার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে থাকে। অনেক রোমান্টিক কবি রয়েছেন যারা প্রতিনিয়ত মানুষের জীবনে প্রেম সম্পর্কিত ভালোবাসার কবিতা গুলো লিখেছেন যেগুলো আমাদেরকে প্রেম সম্পর্কে সঠিকভাবে জানতে সাহায্য করে।

এছাড়া অনেক কবি কম রয়েছেন যারা বাস্তবতার বিভিন্ন ধরনের যেমন প্রিয় জনের প্রশংসা করতে অথবা প্রিয় মানুষের সাথে হঠাৎ দেখা কবিতাগুলো তাদের কবিতা ভাষায় উপস্থাপন করেছেন। কবি সাহিত্যের এই কবিতা গুলো আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে সাহায্য করে থাকে। এই কবিতাগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে পারি এবং বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে থেকে এই কবিতাগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি।

হঠাৎ দেখা কবিতা

অনেকেই অনলাইনে হঠাৎ দেখা কবিতা গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের আর্টিকেলটিতে ক্লিক করেন। তাদের উদ্দেশ্য আজকে নিয়ে এসেছি আমরা হঠাৎ দেখা কবিতা সম্পর্কে একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনারা হঠাৎ দেখা কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনের হঠাৎ দেখা হলে এই কবিতা গুলো ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের এই কবিতা গুলোর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার বন্ধুবান্ধবৃন্দ পরিচিত জনদের মাঝে কবিতা গুলো সম্পর্কে সকল তথ্য তুলে ধরে তাদেরকে বিভিন্ন বিষয়ে জানাতে পারবেন। নিচে হঠাৎ দেখা কবিতা গুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হলো তাই আপনারা দেরি না করে আমাদের আজকের এই কবিতাগুলো দেখে নিন।

হঠাৎ দেখা
– রবীন্দ্রনাথ ঠাকুর

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন।

আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
দালিম ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।

হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।
সমাজবিধির পথ গেল খুলে,
আলাপ করলেম শুরু —
কেমন আছ, কেমন চলছে সংসার
ইত্যাদি।

সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
কোনোটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় —
কেন এ-সব কথা,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে
ওর সাথিদের সঙ্গে।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়;
বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে,
“কিছু মনে কোরো না,
সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?

আমি বললেম, “বলব।”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”

একটুকু রইলেম চুপ করে;
তারপর বললেম,
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।”

খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম না কি।
ও বললে, “থাক্‌, এখন যাও ও দিকে।”
সবাই নেমে গেল পরের স্টেশনে;
আমি চললেম একা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x