উক্তি

সত্য কথা নিয়ে উক্তি, স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা

মিথ্যা বলা মহা পাপ, এই বাক্যটির সাথে আমরা সকলেই পরিচিত হওয়ার শর্তেও আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা বলা হয়ে থাকে। আমরা সাধারণভাবে বুঝতে পারিনা এই পাপের পরিমাণ। অবশ্যই মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা যারা মুসলিম পরিবারে সন্তান রয়েছি নিজেকে মুসলিম মনে করে থাকি তারা অবশ্যই মিথ্যার মতো এমন জঘন্য পাপ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করব।

সম্মানীয় পাঠক বন্ধুগণ আমরা আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে সত্য কথা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতার মত তথ্য দিয়ে সহযোগিতা করব আশা রাখি আপনারা যারা মিথ্যা কথাকে কেন্দ্র করে এমন বিষয়গুলো বুঝছেন তারা এই আর্টিকেলের সাথে থেকে উপকৃত হবেন মিথ্যার মতো এমন জঘন্যতম পাপকে ছাড়তে আমাদের অবশ্যই বিশেষ ব্যক্তিদের মতামত গুলো সম্পর্কে জানতে হবে এবং এর ক্ষতিকর দিকগুলো নিজে জানতে হবে অন্যকে জানাতে হবে। আর এক্ষেত্রেই আপনি উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো ব্যবহার করতে পারেন অন্যের মাঝে এমন বার্তা গুলো পৌঁছে দিতে স্ট্যাটাস হচ্ছে সহজ পদ্ধতি তাইতো আমরা স্ট্যাটাসের উপর গুরুত্ব প্রদান করেছি নিয়ে এসেছি এই আলোচনা।

মিথ্যা কথা নিয়ে উক্তি

মিথ্যা কথা কে কেন্দ্র করে বিশেষ ব্যক্তিদের কিছু মতামত রয়েছে এই মতামতগুলো সম্পর্কে জানতে হবে। কথা বলার সময় মিথ্যা বলা হচ্ছে মোনাফিকের লক্ষণ। এছাড়াও এর অনেক ক্ষতিকর দিক রয়েছে মিথ্যা কথার বিষয়ে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আমরা নিজেরা মিথ্যা কথা বলবো না এবং অন্যকে মিথ্যা বলা থেকে সচেতন করব। মিথ্যা কথা বলা নিয়ে উক্তিগুলো যারা করছেন তারা এখান থেকে নির্বাচিত সুন্দর কিছু উক্তি সম্পর্কে জানতে পারবেন।

১. যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে।
— জেরেমিয়াহ

২. খারাপ উদ্দেশ্যে বলা সত্য সকল মিথ্যাকেও হার মানায়।
— উইলিয়াম ব্লেক

৩. সত্যই সময়ের একমাত্র কন্যা।
— লিওনার্দো দা ভিঞ্চি

৪. সত্য সবসময়ই সত্য,বোঝাপরা ও অবিশ্বাসহীন।
— ক্লেমেন্ট স্টোন

৫. সত্য বর্তমান, শুধু মিথ্যাকেই আবিষ্কার করতে হয়।
— জর্জ ব্র‍্যাক

৬. সত্য সূর্যের মত, কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না।
— এলভিস প্রেসেল

৭. খাটি সত্য দূর্লভ এবং তা কখনোই সাধারণ হয় না।
— অস্কার ওয়াইল্ড

৮. মাঝে মাঝে মানুষ সত্য শুনতে চায় না কারণ তারা চায় না তাদের ভ্রম ধ্বংস হয়ে যাক।
— ফ্রেড্রিক নিয়েটজে

৯. একটি ভ্রম থেকে বেড়িয়ে আসা কোন সত্য জানার চেয়ে বেশি জ্ঞান দান করে।
— লুডুইগ

১০. সত্য কখনো ক্ষয় হয় না,কারণ তা সঠিক।
— মাহাত্মা গান্ধী

মিথ্যা কথা নিয়ে স্ট্যাটাস

মিথ্যা কথার কারণে আমরা অনেকেই অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে থাকি মানুষের মিথ্যা অনেক বড় ক্ষতি করতে পারে। তাই মিথ্যা থেকে আমাদের দূরে থাকতে হবে। মিথ্যা খুবই ভয়ংকর। আমরা নিজেরা মিথ্যা থেকে দূরে থাকবো এবং অন্যকে মিথ্যা বলা থেকে সচেতন করব মিথ্যা কথাকে কেন্দ্র করে কিছু স্ট্যাটাস আপনাদের মাঝে তুলে ধরব আপনারা চাইলে এই স্ট্যাটাস গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারেন। অবশ্যই আমাদের মিথ্যা ত্যাগ করতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে।

 সত্যটা জানা, সত্যটা দেখা তবুও মিথ্যাকে বিশ্বাস করাকেই বোকামি বলে।
— নেলসন ম্যান্ডেলা

যে আদর্শগুলো আমার সামনে সর্বদা জ্বলজ্বল করে সেগুলো হলো সত্য,সৌন্দর্য ও সরলতা।
— আইনস্টাইন

আমরা যা শুনি তা হলো মতামত,বাস্তবতা না;আমরা যা দেখি তা হলো দৃষ্টিভংগি,সত্য না।
— মার্কাস অউরেলিয়াস

যখন কেউ কাউকে সাহায্য করতে চায় তখন সে সত্য বলে, আর যখন তার সাহায্য দরকার হয় তখন সে তাই বলে যা মানুষ শুনতে চায়।
— থমাস সোয়েল

কিছু মানুষ সত্য জানতেই চায় না, তারা শুধু চায় নিয়মিত আশ্বাস যে তারা যা বিশ্বাস করে সেটাই সত্য।
— জেন অস্টেন

কোনো কিংবদন্তিই সততার চেয়ে সমৃদ্ধ না।
— উইলিয়াম শেক্সপিয়ার

মিথ্যা কথা নিয়ে ক্যাপশন

মিথ্যা কথা নিয়ে খুব কম সংখ্যক ব্যক্তি সস্তা নেতামূলক কিংবা ক্ষতিকর দিক উল্লেখ করে স্ট্যাটাস ও ক্যাপশন ব্যবহার করেন। আপনি মিথ্যে কথাকে কেন্দ্র করে প্রতারণার শিকার হলে কিংবা অন্য কোন ভাবে ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই ক্যাপশন এর মাধ্যমে অন্যকে সচেতন করতে পারেন । নিজে মিথ্যা কথা নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরা হচ্ছে।

সত্যের সাথে দাঁড়াও, যদি তা একা করতে হয় তবুও।
— থিওক্রিটাস

সকল সত্য তিনটি ধাপ পেড়োয়-সবাই প্রথমে তা নিয়ে হাসে, তারপর তার কঠোর প্রতিবাদ করে এবং সব শেষে মেনে নেয়।
— আর্থার স্কোপেনহার

 জ্ঞান শুধু সত্যের মাঝেই পাওয়া যায়।
— জোহান ওল্ফগ্যাং ভন গোথে

 সত্য পাওয়া দূর্লভ কিন্তু বলতে আনন্দদায়ক।
— এমিলি ডিকিন্সন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x