এসএমএস

ভাই বোনের এসএমএস ও স্ট্যাটাস

পৃথিবীতে অতি আপন সম্পর্ক গুলোর মত অন্যতম একটি সম্পর্ক সে ভাই বোনের সম্পর্ক। যার মূল্য পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে রয়েছে এটি অত্যন্ত পবিত্র একটি সম্পর্ক। এই সম্পর্কে পৃথিবীতে ভালোবাসা ময় সম্পর্ক গুলোর মধ্যে প্রধান একটি সম্পর্ক। প্রতিটি মানুষের জীবনে এই সম্পর্কটির গুরুত্ব রয়েছে। তাইতো অনেকেই অনলাইনে ভাই বোনের এসএমএস গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে ভাই বোনের এসএমএস সম্পর্কিত এই পোস্টটি। আপনাদের উদ্দেশ্যে ভাই বোনের ভালোবাসার বেশ কিছু কিছু এসএমএস তুলে ধরা হয়েছে। এই এসএমএস গুলোর মাধ্যমে আপনি পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন। তাই আশা করা যায় আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে অতি আপন সম্পর্ক গুলোর মধ্যে অন্যতম একটি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। এটি প্রতিটি মানুষের রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক। জন্মের মাধ্যমে সাধারণত মা বাবার সাথে সাথে প্রতিটি মানুষ ভাই বোনের সম্পর্কটির সাথে জড়িয়ে পড়ে। পৃথিবীর অন্যান্য সুন্দর সম্পর্কে গুলোর মত এই সম্পর্কেও রাগ অভিমান ভালোবাসা কোনটি সকল কিছু মিশে আছে যার মাধ্যমে এই সম্পর্কটি পৃথিবীতে কোন টিকে আছে। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে এই সম্পর্কটির গুরুত্ব অত্যন্ত বেশি। কেননা সকলের প্রতি মানুষের জীবনে রক্তের সম্পর্ক রয়েছে। এই রক্তের সম্পর্কের কারণে মানুষ জীবনে সকল পরিস্থিতিতে সহজেই জয়ী হয়ে ফিরে আসে। প্রতিটি মানুষকে সকল প্রচেষ্টাকে জয় করতে সাহায্য করে থাকে। ভাই বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা তাই আমাদের সকলের উচিত ভাই-বোনের সম্পর্কটির গুরুত্ব বোঝা এবং এর মূল্য দেওয়া।

ভাই বোনের এসএমএস

পৃথিবীতে সুন্দর ও ঘনিষ্ঠময় সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। যা কখনো ছিন্ন হবার নয়। এটি মধুর একটি সম্পর্ক এর মাঝে ভালোবাসা আবেগ খুনসুটি সকল অংশ মিশে আছে। এজন্য অনেকেই অনলাইনে ভাই-বোনের এসএমএস গুলো খুঁজে থাকেন। তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে ভাইবোনের এসএমএস সম্পর্কিত পোস্টটি তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে আপনারা প্রত্যেকেই বাস্তব জীবনে আপনাদের ভাই বোনের গুরুত্ব বুঝতে পারবেন এবং সম্পর্ক টির মূল্য উপলব্ধি করতে পারবেন। সকলের কাছে আপনি আমাদের আজকের এই ভাই বোনের এসএমএস গুলো শেয়ার করে জানাতে পারবেন। আপনি আপনার ভাইকে নিয়ে অথবা বোনকে নিয়ে আপনার পছন্দনীয় স্ট্যাটাস হিসেবে আমাদের আজকের এই এসএমএস গুলো ব্যবহার করতে পারবেন। নিচে ভাই-বোনের এসএমএস গুলো তুলে ধরা হলো:

১. ভাই বোন মানে এমন একটি সম্পর্ক, শত ঝগড়ার পরেও যাদের ভালোবাসা কখনো কমে না।

২. আনলিমিটেড ঝগড়া + আনলিমিটেড কেয়ারিং + আনলিমিটেড ভালোবাসা = ভাই বোন

৩. বোন একটি ছোট্ট শব্দ কিন্তু স্রষ্টার কাছ থেকে পাওয়া সেরা উপহার।

৪. বড় ভাই থাকা মানে মাথার উপরে ছায়া বৃক্ষের মতো, ঠিক বাবার পরেই যারা অবস্থান।

৫. ছোট বোন মানে প্রত্যেক ভাইয়ের কাছে কলিজার টুকরা, আদরের ধন।

৬. ভাই বোন মানে
কাছে থাকলে ঝগড়া করা
আর দূরে গেলে মিস করা!

৭. ভাই বোন মানে শত রাগ অভিমানের পরেও কথা বলার জন্য বাহানা খোঁজা!

৮. বড় ভাই ধন, রক্তের বাঁধন,
যদিও পৃথক হয়, নারীর কারণ।

৯. কেবলমাত্র একজন বড় ভাই বাবার অভাব পূরণ করতে পারে।

১০. একটা বড় ভাই থাকা মানে
হাজারটা আবদার করার সুযোগ!
হাজার বার অভিমান করার অধিকার!

১১. ভাই বোন মানে ,সারাদিন মারপিট
তারপর… মায়ের কাছে বকুনি খাওয়া!

১২. একটা বড় বোন থাকা মানে
অর্ধেক পৃথিবীটা আমার!

১৩. ছোট্ট সুতোয় যতন করে বাধা আছে দুটো মন
ছায়ার মত থাকে দুজন, লোকে বলে ভাই বোন!

১৪. বোন তো সেই
যে আপনার চেহারা দেখে জিজ্ঞেস করে বসে-
“কি রে কি হইছে তোর?”

১৫. ভাই বোন মানে-
ঝগড়া না করলে যাদের পেটের ভাত হজম হয় না কিন্তু নিজের সবকিছু দিয়েও ভাই কিংবা বোনের মুখে হাসি ফুটানোর জন্য প্রস্তুত।

ভাই বোন নিয়ে স্ট্যাটাস

ভাই বোন নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস থাকতে আমাদের এই আর্টিকেলে। সুন্দর এই সম্পর্ক মধুর হোক এই আশা রেখে আমরা এই আলোচনায় সুন্দরী চেষ্টা করছি। ভাই বোনের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা রয়েছে তা থাকুক সকল ভাই বোনের মধ্যে। ভাই বোনের এই মধুর সম্পর্ক গুলো নিয়ে চেষ্টা করেছি আমাদের মত করে সুন্দর কিছু স্ট্যাটাস প্রদান করতে আপনাদের।

এক বোন পারুলের পাশে আজ ৭ ভাই চম্পা নেই,
স্বার্থের সংঘাতে হয়ে গেছে তারা আলাদা সবাই,
একা থাকে পারুল, রয় সারা দিন চুপ করে,
মাঝে মাঝে ভাবে এ সব ঝুটো সেন্টিমেন্ট ফেলবে ঝেড়ে।

কানেতে হঠাত বাজে সে এক অস্ফুট ক্ষীণ ধ্বনি,
কে যেন ডাকে তারে ডাকে শুনছ ওগো দিদিমণি ?
দেখে ছোট্ট এক অনামী ফুল ফুটে আছে ঝোপের মাঝে,
কথাটা কিন্তু সে বলছে না কো মোটেই বাজে।

হে মৃদুলা শিশু সাথী, বোনটি আমার আজিকে স্মরণে জাগে সেদিনের কথা
তোমার সে মৃত্যুক্ষণ কত দুঃখ ব্যথা হৃদয় কন্দরে আনে বেদনা-অপার ।
তদ্ পূর্বে দুঃখ-দিন আজো মনে জাগে আমি বড় ভাই সেই শৈশবের বেলা,
তুই শিশু হে মৃদুলা করো ধুলি খেলা । সে সময় দুঃখ তীর বুকে এসে লাগে ।

দীর্ঘ ১২টি বছর পরে, ছোট্ট আমার বোন এলো ঘরে.
টুকটুকে ঠোঁট, একমাথা চুল, এপাশে ওপাশে দেখে টুলটুল.
টলে টলে হাঁটে, আধো আধো বলে, ছেড়ে থাকি নাক’, তুলে নিই কোলে.
কথার ঝুড়ি, নাম ঝুমঝুম, দুষ্টুমি তার কেড়ে নেয় ঘুম।

শৈশব ও কৈশোরের সেই টিপ টিপ পায়ে হারিয়ে যেতাম আমরা ভাইবোন অন্য গাঁয়ে,
চারিদিকে মা-বাবার চিরুনি তল্লাশি আর জিজ্ঞাসা, কেউ কী দেখনি ?
বাড়ী ফিরে মায়ের আঁচলে লুকিয়ে খেতাম বাবার বকুনি।

শৈশব ও কৈশোরের বয়স পেরিয়ে জীবন জীবিকার তাগিদে গেলাম হারিয়ে,
যৌবনের যাঁতাকলে ব্যস্ততার বহুতলে ভুলে যাই সেই পুরনো দিনের স্মৃতি,
আর ভাই/বোনের রক্তের সম্পর্কে টেনে দেই অনতিকালের ইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x