এসএমএস

বন্ধুকে মিস করার এসএমএস, বন্ধুদের নিয়ে কিছু কথা

পৃথিবীতে বন্ধু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। কেননা বন্ধু হচ্ছে আমাদের পথ চলার সাথী বন্ধু হচ্ছে আমাদের সকল বিপদ আপদে ছায়ার মত আমাদের মাথার উপরে থাকার একমাত্র সঙ্গী। আমরা জন্মের কিছুদিন পরেই সাধারণত যাদের সাথে বেড়ে উঠি তারাই আমাদের বন্ধু কিংবা সহপাঠী হয়ে ওঠে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনে নতুন নতুন বন্ধু এসে উপস্থিত হয়। আবার জীবনের প্রয়োজনে তারা আমাদের থেকে অনেক দূরে চলে যায় তাদের স্মৃতিগুলো প্রতিনিয়ত তাদেরকে আমাদের মনের মাঝে স্মরণ করে রাখে। তাইতো প্রতিনিয়ত আমরা তাদেরকে মিস করে থাকি। এজন্যই আজকে আমাদের ওয়েবসাইটে আমরা বন্ধুকে মিস করার এসএমএস গুলো তুলে ধরেছি। যেগুলো আপনারা আপনাদের বাস্তব জীবনের বন্ধুদের মিস করার জন্য ব্যবহার করতে পারবেন।

বন্ধু বলতে সাধারণত এমন মানুষকে বোঝায় যাদের সাথে আমাদের কথা বলার জন্য দুবার ভাবতে হয় না অর্থাৎ আমরা যাদের সাথে সকল অনুভূতি সহজে শেয়ার করতে পারি। বন্ধু থেকে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পর্ক গুলোর মধ্যে প্রথম একটি সম্পর্ক যেখানে রাগ অভিমান ভালোবাসা বিশ্বাস ভরসা সকল কিছু উপস্থিত থাকে।

পৃথিবীতে সত্যিকার অর্থে বন্ধুদের সম্পর্কে কোন স্বার্থ জড়িয়ে থাকে না। কেননা বন্ধুরা সাধারণত নিঃস্বার্থভাবে অপর বন্ধুদের সকল বিপদ আপদে এবং আনন্দ সময় পাশে থাকে। পৃথিবীতে একজন মানুষের জীবনে সফলতার পেছনে বন্ধুদের অবদান সব থেকে বেশি থাকে। একজন প্রকৃত বন্ধু অপর একজন বন্ধুর সফলতার পিছনে আপনার চেষ্টা করে থাকে। তাইতো তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক গড়ে ওঠে যার রক্তের সম্পর্কের কাছে হার মানে। পৃথিবীতে বন্ধুত্বের সম্পর্কের এই গুরুত্বের জন্য মূলত প্রতিটি মানুষের কাছে বন্ধুদের গুরুত্ব সবথেকে বেশি। তাই আমাদের সকলের উচিত এই সম্পর্কটির গুরুত্ব উপলব্ধি করা।

বন্ধুকে মিস করার এসএমএস

পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে বন্ধু রয়েছে। কিন্তু সময় ও পরিস্থিতির কারণে অনেকেই বন্ধুদের থেকে অনেক দূরে অবস্থান করে থাকে। তাইতো তারা প্রতিনিয়ত বন্ধুদেরকে মিস করে থাকে। সবাই বন্ধুদের মিস করার কথা তারা বন্ধুদের কে জানানোর জন্য অনলাইনে বন্ধুকে মিস করার এসএমএস গুলো খুজে থাকেন। তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা আমাদের ওয়েবসাইটে বন্ধুকে মিস করার এসএমএস গুলো। এই এসএমএস গুলো সংগ্রহ করে আপনারা ব্যক্তিগত জীবনে আপনার বন্ধুদের মিস করার কথা জানাতে পারবেন।

আপনি আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই পোস্টটি আপনার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। এছাড়া আপনার বন্ধুদের কে মিস করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের আজকের এসএমএস গুলো স্ট্যাটাস আকারে ব্যবহার করতে পারবেন। নিচে বন্ধুকে মিস করার এসএমএস গুলো প্রকাশ করা হলো:

•     “বিনয়ী স্বরে তাকে মিস করি আজ, মিস করেছি গতকাল, মিস করব কাল।”

•     “প্রকৃত অর্থে বন্ধু বিনে জীবন চিন্তা করা অনর্থক।”

•    “প্রিয় কাউকে আজ অবহেলা করো না। কেননা আগামীকাল তাকে মিস করেই কাদবে।”

•    “তাকে যেতে দাও, যদি সে তোমার বন্ধু হয়, তবে পরোয়া না করেই ফিরে তাকিয়ে বলবে, কিরে আছস নি ভালা?”

•    “বন্ধুর সাথে আড্ডা দেয়াতে যত সুখ, দূরে থাকাতে ঠিক তার চেয়েও দুখ।”

•    “কেউই কারো সংগ্ন ছাড়া বাচতে পারে, জীবনতাকে উপভোগ করতে পারে। আমার বন্ধুই হলো সেই সংগ”

•    “একসাথে থাকার ব্যাপারগুলো সত্যিই মিস করার মতো।”

•    “একাকীত্ব গ্রাস করেছে আমাকে আগুনের ন্যায়। আর তা শীতিল করার পানি হলো বন্ধু।”

•    “তোদের মিস করা যদি আমার চাকরি হয়, তাহলে সে চাকরিতে আমি থাকতে চাই না।তোদের সাথে সময় কাটানো যদি চাকরি হয়, তাহলে মরণের আগ পর্যন্ত সে চাকরি করে যেতে চাই। ”

•    “বন্ধুত্ব চিন্তা করা তোমার সাধ্য নয় হে বন্ধুহীন।”

•    “বেশি চিন্তা করিস না, তোকে আমি নিয়ম করেই মিস করবোনে।”

•    .৭০০ বিলিয়ন মানুষের মাঝে তোরাই আমার কাছে সেরা।”

•    “আমি পরিবর্তিত, কারণ তোদের বন্ধুত্ব আমাকে পরিবর্তন করেছে। ”

বন্ধুকে নিয়ে কিছু কথা

বন্ধু সম্পর্কের ব্যাখ্যা প্রদান করা সম্ভব নয়। একজন প্রকৃত বন্ধুর গুরুত্ব কতটা তা শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিগণ উপলব্ধি করতে পারবেন যারা জীবনে ভালো একটি বন্ধু পেয়েছেন। হাসি আনন্দ-বেদনা দুঃখ ব্যাথা সকল ধরনের অনুভূতির বিষয়ে বন্ধুর সাথে শেয়ার করা সম্ভব। সুসময় কিংবা দুঃখের সময় সকল পরিস্থিতিতে বন্ধুকে পাশে পাওয়া সম্ভব প্রকৃত বন্ধু অবশ্যই প্রতিটি ব্যক্তির জীবনে থাকা বিশেষ প্রয়োজন। যারা এমন বন্ধু পেয়েছেন তারা সত্যিই ভাগ্যবান। চলুন জেনে আসি বন্ধু সম্পর্কে কিছু বিশেষ কথা যেগুলো বিশেষ ব্যক্তিগত বলেছেন।

আমি জীবনে বন্ধু খুঁজিনি,
বন্ধুত্বের মধ্যে জীবন খুঁজে পেয়েছি

বন্ধুত্ব ধীরগতিতে গড়তে হয়।
কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে
প্রতিনিয়ত‌ই তার পরিচর্যা করতে হয়।

জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়
কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়…

ভালবাসা খুব সুন্দর..
কারণ এটা হৃদয় দ্বারা নিয়ন্ত্রিত হয়,
আর বন্ধুত্ব আরো বেশি সুন্দর,
কারণ এটা হৃদয়কেই নিয়ন্ত্রিত করে…

তোমার প্রকৃত বন্ধু তো সে,
যে তোমার মনের সব কষ্ট তখনও বুঝে নেয়,
যখন তুমি সারা পৃথিবীকে বোকা বানাচ্ছ

বন্ধু মানে একসাথে খাওয়া ঘোরা আর চলা নয়,
বন্ধু মানে একে অপরের সুখ দুঃখে সামিল হওয়া বা সাথে থাকা।

পাগলামী ছাড়া প্রেম হয় না,
প্রজা ছাড়া রাজা হয় না,
মেঘ ছাড়া বৃষ্টি হয় না,
আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না

কিছু বন্ধুত্ব টম ও জেরির মত…
তারা একে অপরকে জ্বালাতন করে,
মারপিট করে, দুষ্টুমি করে,
কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না…

জীবনে কতজন বন্ধু পেলাম সেটা জরুরি নয়,
কতজন সত্যিকারের বন্ধু পেলাম সেটাই জরুরি

ভালবাসা ছেলে ও মেয়ের মধ্যে হয়
শিক্ষা হয় শিক্ষক ও ছাত্রর মধ্যে…
কিন্তু বন্ধুত্ব হয় দুটো সুন্দর মনের মধ্যে

“জানিস আজ কি হয়েছে?”
দিয়ে কথা শুরু হবে,
আর কখন যে দু’ঘন্টা কেটে যাবে ধরতে পারবেন না

বন্ধুত্ব কাঁচের মতো,
যত্নের সাথে রাখতে হয়
কারণ ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন,
আর যদি জোড়া লাগানোও যায়…
ভাঙা চিহ্নটা রয়েই যায়…

চায়ে পড়ে যাওয়া বিস্কুট,
আর প্রেমে পড়ে যাওয়া বন্ধু,
কখনো কাজে আসে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x