কবিতা

প্রেমের কবিতা| খ্যাতিমান কবিদের প্রেমের কবিতা

প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের একটি অংশ হচ্ছে প্রেম। এটি প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। প্রেমের মাধ্যমে মূলত ব্যক্তিগত জীবনে একজন মানুষ প্রিয় মানুষের সান্নিধ্য পেয়ে থাকে এবং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে থাকেন। প্রেমের ইতিবাচক দিক মানুষের জীবনকে সুন্দরভাবে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর নেতিবাচক প্রভাব মানুষের জীবনকে ধ্বংস করে তোলে। তবে প্রতিটি মানুষ ব্যক্তিগত জীবনের প্রিয় মানুষের প্রেমে পড়ে থাকে। তারা প্রিয় মানুষের কাছে প্রেমের এই অনুভূতিগুলো বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন। আজকে আমরা এজন্যই আপনাদের উদ্দেশ্যে প্রেমের কবিতা গুলো তুলে ধরব। আপনারা আমাদের আজকের প্রেমের কবিতা গুলো আপনার ব্যক্তিগত জীবনে প্রেমের অনুভূতি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আশা করা যায় আমাদের আজকের এই প্রেমের কবিতা গুলো আপনাদের সকলের উপকারে আসবে।

প্রেমের কবিতা গুলো প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে প্রেমের অনুভূতি প্রকাশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাইতো প্রতিটি কবি ও সাহিত্যিকগণ তাদের জীবনের অন্যান্য কবিতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে প্রেম প্রকাশের বিভিন্ন ধরনের প্রেমের কবিতা লিখেছেন। রোমান্টিক প্রেমের কবিতা গুলো প্রতিটি মানুষের মনের রোমান্টিক প্রেমের অনুভূতি গুলো প্রিয় মানুষের কাছে প্রকাশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাইতো ব্যক্তিগত জীবনের প্রতিটি মানুষ অন্যান্য সকল বিষয়ের পাশাপাশি কবি সাহিত্যিকদের এই প্রেমের কবিতাগুলো সংগ্রহ করে প্রিয় মানুষের নিকট নিজের মনের প্রেম ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। দৈনন্দিন জীবনে কর্মব্যস্ত জীবনের পাশাপাশি প্রতিটি মানুষেরই জন ব্যক্তিগত জীবনে মানুষের প্রয়োজন রয়েছে। যাকে কেন্দ্র করে মানুষ প্রতিনিয়ত কল্পনায় স্বপ্ন দেখে থাকে এবং নিজের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে সারা জীবন পথ চলে থাকে।

প্রেমের কবিতা

আপনি কি অনলাইনে প্রেমের কবিতা গুলো অনুসন্ধান করে যাচ্ছেন। তাহলে আপনার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে প্রেমের কবিতা সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনি অসংখ্য প্রেমের কবিতা সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে আপনার প্রিয় মানুষের প্রতি প্রেমের অভিজ্ঞতা প্রকাশ করতে এবং প্রেমের অনুভূতি প্রকাশ করতে আমাদের এই কবিতা গুলো ব্যবহার করতে পারবেন। আমরা আপনাদের ব্যক্তিগত জীবনের কথা ভেবে আমাদের ওয়েবসাইটে আজকে সকল ধরনের প্রেমের কবিতা তুলে ধরেছি। আপনি এই কবিতা গুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে প্রেমের কবিতা গুলো জানাতে পারবেন। নিচে প্রেমের কবিতা গুলো তুলে ধরা হলো:

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া ।

লাল গোলাপের  পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান,
তুমি আমার জান, তুমিই আমার প্রান ।

চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয়,
মনে আমার সবসময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন করি আমার আপনকে ?
মন বলে এখন তোমার এসএমএস পড়ছে যে।

আমি হলাম সাগর, তুমি হলো ঢেউ,
চুপিচুপি প্রেম করবো জানবেনা তো কেউ ।

“দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।”

“Dure Gele Tumi,
Harye Jabo AmiG
Valobashi Tomai,
Bojhona Keno Tumi.
Sotto Ai Jibone, Aktai Sudu Cawa.
Tomake Apon Kore Amr Sudu Cawa”

এই মনের ক্যানভাসে তোকেই  এঁকেছি
এবং তোকেই ভালবেসেছি।

চোখের আড়াল হতে পারো, কিন্তু মনের আড়াল নয়.!
মন যে আমার সবসময় তোমার কথা কয়.!
মনকে যদি প্রশ্ন করি, তোমার প্রিয় মানুষটি কে?
মন বলে, এখন তোমার এসএম পড়ছে যে..!

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে আর কেউ নেই তুমি ছাড়া,
আমার এই দুই চোখ অন্য কিছু খোঁজে না শুধু তুমি ছাড়া,
আমি কিছু ভাবতে’ই পারিনা শুধু তুমি ছাড়া।

এক পৃথিবী চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এই বুকের ভিতরে,
যদি কাছে আসতে দাও, অনেক ভালবাসতে দাও,
এক জনম নয় হাজার জনম ভালবাসবো তোমাকে।

শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপ্রতি হয়েছে ব্যাকুল!
কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তোমায় আমি অনেক ভালবাসি।

যখনই তোমাকে দেখি,
আবার নতুন করে প্রেম করতে ইচ্ছে করে।

যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু  এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।

ভালবাসে এই মন তোমাকে চায় সারাক্ষন.!
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে,
কিভাবে ভুলবে তোকে এই মন, তুই যে আমার আজীবন।

চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙ্গা ফুল.!
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একটি মেয়েকে সত্যি ভালবাসি।

মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো.!
হৃদয় মাঝে ছোট্র করে আমার ছবি এঁকো,
স্বপ্ন দিলাম তাকে আরও দিলাম আশা,
মনের মত সাজিয়ে নিয়ো আমার ভালবাসা।

তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।

জীবনে হয়েতো তুমি অনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হরাবে, কিন্ত কিছু পাওয়ার জন্য
তোমার জীবনের এমন কাউকে হারিওনা, যে
তেমাকে অনেক বেশী ভালবাসে।

যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো আমি চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো ওই আকাশে তাাঁরা আছে যত!

ফুলের মত দেখতে তুমি,
চাঁদের মতে হাঁসি,
সত্যি করে বলছি আমি, তোমায় অনেক ভালবাসি।

হারিয়ে যাবে যেদিন আমায় পড়বে আমায় মনে,
এক ফোটা জল আসতে দিও তোমার চোখের কোনে,
সেদিন যতই ডাকবে আমায়, দেবোনা আমি সাড়া!
হয়ে যাবে সেদিন আমি নীল আকাশের তাঁরা.!

বারবার ভালোবাসি এটাই আমি চাই,
তুমি ছাড়া যে জগতে আপন আর কেহ নাই,
ভালবাসি শুধু ভালবাসি শুধু তোমায়,
পর করোনা কোনদিন তুমি আমায়।

তুমি আমার অবুঝ পাখি ভালবাসার জান.!
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান!
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান!
তোমার জন্য দিয়ে দিবো আমার এই অবুঝ প্রান!

যেদি জোনাকি হতাম, তোমার কাছে উড়ে যেতাম!
মিটি মিটি জ্বলতাম তোমার চারপাশে,
নীরবে বসতাম তোমার কাছে, আলতো করে তোমায় ছুয়ে দিতাম,
রাঙ্গিয়ে দিতাম তোমার মন, আর কানে কানে বলতাম,
ভীষন ভালবাসি তোমায়!

পৃথিবীর জন্য তুমি একজন মানুষ,
কিন্তু কারও জন্য তুমি সারা পৃথিবী।

যতক্ষন ভালবাসাতে কোন পাগলামি না থাকে,
সেটা ভালবাসা হতে পারেনা।

আমি কোন স্বপ্ন দেখতে চাইনা,
কারন তুমিই আমার স্বপ্ন।

ঘুমানোর আগে আমার চিন্তা হলে তুমি,
আর ওঠারপরে প্রথম চিন্তা হলো তুমি!

বাবা মা আমাকে জন্ম দিয়েছে,
কিন্তু তুমি বাঁচিয়ে রেখেছো তোমার ভালবাসা দিয়ে।

গোলাপ দিবি বলেছিলিস, দেড়শো বছর আগে.!
স্বপ্নে বাধানো ফুলদানিটা এখনও আড়ালে দাঁড়িয়ে কা৭দে…!

চোখ খুলতেই খুঁজি তোকে, গরম চা এর কাপে.!
চোখের কোনে ঘুম তখনও লুকিয়ে মুচকি হাসে!

প্রেওমর দরজায় ঘুমের টোকা বড়ই ভয়ানক.!
সুখের মাঝে ঝড়র তোলে একাই খলনায়ক…!

রাতে আমার ঘুম আসেনা, তোর স্বপ্নে জেগে থাকি
ইচ্ছে আসা আপন করে, খোলা হাওয়াতে বাঁচি…

নতুন বছরে পুরানো প্রেমে নতুন করে ডুবি,
নতুন বছরে নতুন করে তোকে আবার খুঁজি।

ঘুম জড়ানো চোখে, শুধু তোর ছবি ভাসে
তোর ডাকেই ভাঙ্গে  ঘুম স্নিগ্ধ শীতল বাতাসে।

তোর ছোয়া তে চিন্তা কমে, মনের আঙ্গিনায়
তোর নেশাতে মগ্ন এ মন প্রেমের দুনিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button