কবিতা

প্রেমিকাকে মিস করার কবিতা

বর্তমান সময়ে অধিকাংশ ছেলের ব্যক্তিগত জীবনে প্রেমিকা অথবা গার্লফ্রেন্ড রয়েছে। ব্যক্তিগত জীবনের প্রতিটি ছেলে প্রেমিকাকে মিস করে থাকে। অনেক সময় তারা প্রেমিকাকে মিস করার জন্য এই অনুভূতিগুলো বিভিন্নভাবে প্রেমিকার মাঝে প্রকাশ করে থাকে। অনেকেই আবার প্রেমিকাকে মিস করার জন্য অনলাইনে প্রেমিকাকে মিস করার কবিতা গুলো খুঁজে থাকেন। তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা প্রেমিকাকে মিস করার কবিতা সম্পর্কিত পোস্টটি। আজকের এই পোস্ট থেকে আপনারা প্রেমিকাকে মিস করার কবিতা গুলো পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার ব্যক্তিগত জীবনে প্রেমিকাকে মিস করার অনুভূতিগুলো প্রকাশ করতে ব্যবহার করতে পারবেন। আপনাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে প্রেমিকাকে মিস করার কবিতা গুলো অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। যেগুলো আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

ব্যক্তিগত জীবনে কবি ও সাহিত্যিকগণ নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ধরনের বিষয়বস্তু কবিতার মাধ্যমে সকলের মাঝে তুলে ধরেছেন। কবি সাহিত্যিকদের বিভিন্ন ধরনের কবিতা আমাদেরকে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সাহায্য করে থাকে। তাইতো ব্যক্তিগত জীবনে অনেকেই প্রিয় মানুষকে নিয়ে নিজের মনের অনুভূতিগুলো শেয়ার করার জন্য কিংবা প্রিয় মানুষের প্রতি ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কবি সাহিত্যিকদের ভালোবাসা আমায় কবিতাগুলো ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে অধিকাংশ সালে নিজের ব্যক্তিগত জীবনে প্রেমিকা অথবা গার্লফ্রেন্ডের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন। প্রতিনিয়ত তারা বিভিন্ন উপায়ে প্রেমিকাকে ভালোবেসে থাকেন। অনেকে আবার প্রেমিকাকে মিস করার জন্য প্রেমিকার প্রতি বিভিন্ন ধরনের কবিতার মাধ্যমে মিস করার অনুভূতি গুলো শেয়ার করে থাকেন।

প্রেমিকাকে মিস করার কবিতা

অনেকে অনলাইনে প্রেমিকাকে মিস করার জন্য কবিতাগুলো অনুসন্ধান করে থাকেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি আমাদের ওয়েব সাইটে তুলে ধরা হয়েছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আজকে প্রেমিকাকে মিস করার কবিতা গুলো সংগ্রহ করে আপনার ব্যক্তিগত জীবনে প্রেমিকাকে মিস করার অনুভূতিগুলো আপনি আমাদের আজকের এই কবিতার মাধ্যমে আপনার প্রেমিকার কাছে প্রকাশ করতে পারবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি প্রেমিকাকে মিস করার বেশ কিছু কবিতা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার পছন্দনীয় কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। সকলের মাঝে আমাদের আজকের এই প্রেমিকাকে মিস করার কবিতা গুলো শেয়ার করতে পারবেন। নিচে প্রেমিকাকে মিস করার কবিতাগুলো তুলে ধরা হলো:

গ্রীষ্মের তপ্ত দুপুরে

তৃষ্ণায় ছটপট করা পথিকের মতো

মাঘের শীতে কাবু হওয়া

পথচারীর মতো

শ্রাবণের মুষল ধারায়

ভিজে যাওয়া পাখির মতো

মনের অবস্থা হোক আমাদের।

আমাদের আবার দেখা হোক।

আন্দোলনরত শত মানুষের ভীড়ে

অচেনা কোন রাস্তার মোড়ে

লাঠি হাতে পুলিশের প্রতিরোধের মাঝে

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কোন জনপদে

সব হারানো বুড়ির আহজারির মাঝে!!

আমাদের আবার দেখা হোক

আমাদের মাঝে কথা হোক

মনের দুরত্ব কমে শূন্য তে আসুক

সবল নিউক্লিয় বল ক্রিয়া করুক।

___কাজী শাব্বির আহমেদ

২. প্রেমিকাকে মিস করার কবিতা

যখন তুমি আমার ছিলে, একবার

 “তোমাকে খুব মিস করছি”

 কথাটা শুনলেই আমার সমস্ত মন আবেশে পুলকিত হয়ে যেত,আমার বুকের ভেতর মৃদু কম্পন হতো।।

তারপর তোমাকে ছাড়া কাটানো দিনগুলোতে আবারও খুব করে চাইতাম তুৃৃমি অন্তত একটিবার “মিস করছি “

কথাটা বলো।

কিন্তু আমার চাওয়াটা পূর্ণ করতে তুমি কখনো আসোনি।

তারপর অনেকগুলো সময় কেটে গেছে।

আমিও আর শুনতে চাইনা “মিস করছি ‘

কথাটা।

কিন্তু হঠাৎ করেই একদিন তুমি ফোন দিয়ে বললে,”খুব মিস করছি তোমায়।”

খেয়াল করে দেখলাম,আমার বুকের ভেতর মৃদু কম্পন হলোনা,আর আবেশে পরিপূর্ণও  হলোনা আমার মন।।

বরং এক ধূসর আস্তরণ পড়ে মৃদু হেসে বললাম,”বড্ড হাসালে আমায়।”

#মিস করছি

সংজ্ঞা

৩.প্রেমিকাকে মিস করার কবিতা

তুমি যে আমাকে মিস করো তা আমি বুঝি।

আমাকে ছাড়া যে তোমার বিষন্ন লাগে,

অকারণে মন খারাপ হয়, কোন কিছুই ভালো লাগে না!

তা আর বলার অপেক্ষা রাখে না যে, তুমি ভালো নেই!

অথচ অভিমান ভেঙে  বলো না।

এইযে আমাকে ভেবে তুমি এলোমেলো হয়ে যাও,

মাঝ রাতে হুট হাট তোমার ঘুম ভেঙে যায়,

আমি কি করছি? কেমন আছি?জানতে ইচ্ছে করে!

সেই রাতে তোমার আর ঘুম হয় না আমি জানি।

কতো কি যে ভাবতে ভাবতে রাত ভোর করে দাও,

অথচ রাত জাগতে তোমার ভালো লাগে  বলে মিথ্যে বাহানা দাও,

অথচ অভিমান ভেঙে বলতে পারো না,,

আমার সাথে কথা না বলে যে তুমি ঘুমাতে পারো না।

চারপাশটা খুব খালি খালি লাগে তোমার,

ইনবক্সে টুংটাং শব্দ হয় না আর

তোমাকে অবাক করে দিতে আমিও আর পাগলামি করিনা।

বুকের মাঝে একটা ঝড় বয়ে যায়, ছন্নছাড়া লাগে নিজেকে,

নিদিষ্ট একটা মানুষের অভাব যেনো,

কোন কিছুতেই পূরণ হয়না তোমার!

অথচ তোমার অভিমানে কাছে সব অনুভূতি হেরে যায় বারংবার।

কি দোষ ছিলো আমার? সেই প্রশ্ন আর নাই বা করলাম,

পার্থনা তবু ভালো থাকা হোক তোমার।

— পারভীন ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x