অপেক্ষার নাম তুমি কবিতা
পৃথিবীতে প্রতিটি মানুষ অপেক্ষা কথাটির সাথে বেশ পরিচিত। অপেক্ষা বলতে মূলত কোন কিছুর জন্য অধীর আগ্রহ নিয়ে দিন গুণতে থাকাকে বুঝিয়ে থাকে। ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে থাকে। প্রিয় মানুষের জন্য অনেকেই ঘন্টা দিন মাস বছর এমনকি একযুগ ও অপেক্ষা করে থাকেন। তাইতো আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে অপেক্ষার নাম তুমি কবিতা সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে অপেক্ষা সম্পর্কিত বেশ কিছু কবিতা তুলে ধরব। আপনারা আমাদের এই পোস্টটি থেকে অপেক্ষা কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে আমাদের আজকের এই অপেক্ষা কবিতা গুলো ব্যবহার করতে পারবেন। আজকের এই কবিতা গুলোর মাধ্যমে আপনি মূলত আপনার জীবনে অপেক্ষার গুরুত্ব বুঝতে পারবেন।
পৃথিবীতে অসংখ্য কবি রয়েছেন যারা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা প্রদানের জন্য তাদের লেখনীতে কবিতা গুলি লিখেছেন। কবিতা মূলত একজন মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মানুষের মনের ভাব প্রকাশের জন্য কবিতার ছন্দ ও ভাষাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইতো কবি ও সাহিত্যিকগণ মানুষের বাস্তব জীবনের প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তি করে তাদের লেখনীতে প্রতিটি বিষয় নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন।
একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষকে ভালোবাসা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল সমস্যার সমাধান এবং বাস্তবতার বিভিন্ন শিক্ষা সম্পর্কে কবিতার মাধ্যমে জানতে পারে। এই কবিতাগুলো মূলত মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাইতো বর্তমান সময়ে র আধুনিক প্রতিটি মানুষ কবিতা গুলো ব্যবহার করে নিজের প্রয়োজন পূরণ করে। কবিতাগুলোর মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতে পারছে এবং কবিতাগুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে সক্ষম হচ্ছে।
অপেক্ষার নাম তুমি কবিতা
অনেকেই অনলাইনে অপেক্ষা কবিতা সংগ্রহ করার জন্য আমাদের আর্টিকেলটিতে ক্লিক করে থাকেন। তাদের জন্য আজকে তুলে ধরেছি আমরা অপেক্ষার নাম তুমি কবিতা সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্ট থেকে আপনারা অপেক্ষার নাম তুমি কবিতা অর্থাৎ এ সম্পর্কিত বেশ কিছু কবিতা পেয়ে যাবেন এবং এই কবিতাগুলো সংগ্রহ করে আপনি আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই কবিতাগুলো কাজে লাগাতে পারবেন। আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে আজকের এই কবিতাগুলো নতুন নতুন ভাবে তুলে ধরেছি তাই আপনারা যারা ব্যক্তিগত জীবনে অপেক্ষার নাম তুমি কবিতা সংগ্রহ করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই পোস্টটি সংগ্রহ করুন। নিচে অপেক্ষার নাম তুমি কবিতা তুলে ধরা হলো:
অপেক্ষার নাম কখনও ভা-ল-বা-সা
– এবিএম সোহেল রশিদ
প্রলোভনের হাতছানিতে বিমর্ষ ‘বিধ্বস্ত মন’
আগুন ঝরা ফাগুন আর কোকিলের আহ্বান
শবযাত্রার মত পবিত্র এবং শোকাতুর।
সঞ্চিত নোনা বৃষ্টি আজ বৈশাখী ঝড়ের বন্ধু
মেঘ বাড়িতে অতিবাহিত দিনগুলির দিনলিপি
চৈতালি বাতাসে বৃন্তচ্যুত পরিত্যাজ্য তামাটে পল্লব
পৌঁছে দেয় প্রত্যাশিত প্রত্যাখ্যানের অশুভ সংবাদ !
কি ভেবেছ? মোটেও বিচলিত নই!
বৃষ্টিকে বৃষ্টির ভয় দেখিয়ে কি লাভ?
চাঁদ-জ্যোৎস্না এখন আশার প্রদীপের মত ম্রিয়মাণ!
হাত বাড়ালেই একগুচ্ছ মরীচিকা! নীল অপরাজিতা
শীষ দেয়া রাতে এখন মৃত হাসনাহেনার সৌরভ।
নিশ্চিত জেনো নখদর্পণে সব খবর
শর্ত সাপেক্ষে আর যাই হোক প্রেম অচল
ব্যাকরণ মেনে ভালবাসা অসম্ভব!
ফিরে যাওয়া, পরিশুদ্ধ হয়ে কাছে আসার পূর্বশর্ত
বয়ে যাওয়া সময়, প্রত্যাশার নদীতে ভেসে যাওয়া পদ্ম
জানি তোমাকে তীরে আসতেই হবে
প্রতিটি বাঁক পেড়িয়ে পাবে আহ্বানের পানসী
সেখানে নিখাদ ভালবাসার ডোরে ফেলেছি নোঙর
শুধু অপেক্ষা! অপেক্ষার নাম কখনও ভা-ল-বা-সা।
১. কবিতা ঃ অপেক্ষার শেকড়
তোমার জন্য অপেক্ষা করতে করতে
আমার পায়ে শেকড় গজিয়েছে —
আমি আর কত অপেক্ষা করবো!
স্মৃতির পরাগ চোখের মণিকে
ঘোলাটে করে রাখে ;
তুমি আসবে বলে উৎসুক হৃদয়
আজও পথ চেয়ে থাকে।
তোমার অপেক্ষায় থাকতে থাকতে
দীর্ঘ সবুজ পৃথিবী
আজ বার্ধ্যক বরণ করেছে ,
কেবল তোমার অপেক্ষায়
ঝরা ফুলে ভরে গেছে উঠোন।
আর কত অপেক্ষা করবো!
আর কত!!!
সেই তো এলে ;
শুধু এলে অবেলায়,
চোখে মোটা চশমা আমার,
দৃষ্টি শক্তি ভীষণ ভাবে লোপ পেয়েছে
তবুও ঐ মুখখানি ঠিক আমি চিনেছি ;
সাদা মেঘেদের দলে ভেসে চলা
দু একটা কালো মেঘের মত
তোমার মাথার সাদা চুল গুলোর ভেতর
একটা দুটা কালো চুল
মাথা চাঁড়া দিয়ে যেনো বলছে ,
দীর্ঘ অর্ধ শতাব্দী পর তুমি এলে।
সবসময় লেপে থাকা
মাটির ঘরের মত দেহে,
আজ সময়ের খরতাপে
ভাদ্রের ফাটলের মত
বলিরেখার বিচরণ ;
দুর থেকেও সুস্পষ্ট।
যৌবন দীপ্ত সেই অহমিকা
আর নেই!
সেই তো এলে ;
শুধু এলে অবেলায়।
তোমাকে দু’হাতে একটু ছুঁয়ে দেখবো
তেমন নড়াচড়া টুকুও
করতে পারি না!
তোমার অপেক্ষায়
শরীরে আজ শেকড় গজিয়েছে।
আজ আমার দেহ মাটির প্রেমে মত্ত,
খুব শীঘ্রই হয়তো আমি — মাটি এক হবো !
সেই তো এলে;
শুধু এলে অবেলায়।
S.I ZITU
২.অপেক্ষা নিয়ে কবিতা ভালো নেই তুমি ছাড়া
কবিতা ঃ ভালো নেই তুমি ছাড়া
আর কতগুলো দিন
অপেক্ষা করতে হবে
বলতে পারো?
অনেকগুলো দিন হলো
তোমার কন্ঠস্বর শুনি না!
অনেকটা সময় হলো স্বীয় হৃদয়ে
প্রেম অনুভব করি না!
তোমার এই হঠাৎ করে চলে যাওয়া,
মোবাইলে কথা না বলা—
আমার মাঝে প্রশ্নের এলোমেলো পাহাড়
দাঁড় করে রেখেছে।
সেই সব প্রশ্নের কোন উত্তর
খুঁজে পাই না।
মাঝে মাঝে মনে হয় তুমি বোধহয়
নতুন কাউকে পেয়েছো —
মিথ্যা কথার ফুলঝুরিতে
দূরে সরে গিয়েছো;
আবার ভাবি হয়তো তুমি
পরীক্ষা করছো আমায় —
তোমাকে ছাড়া থাকতে পারি কি-না,
তোমাকে ছাড়া বাঁচতে পারি কি-না!
আসলে কি জানো,
প্রিয় মানুষটির অনুপস্থিতিতে
কেউ মরে যায় না!
হ্যাঁ অনেকটাই ফুরিয়ে যায় স্বপ্ন, প্রেম, বিশ্বাস;
অনেকটাই ফুরিয়ে যায় —
বেঁচে থাকার আশ।
তেমনি তোমাকে হারিয়ে আমিও
নিথর দেহে পাথর হয়ে উঠেছি!
বেঁচে আছি — ঝিমিয়ে ঝিমিয়ে,
পানি স্বল্পতায় বৃক্ষ যেমন
ধীরে ধীরে শুকিয়ে আসে কিন্তু বেঁচে থাকে —
ঠিক তেমনি বেঁচে আছি আমি।
শুনতে কি পাচ্ছো…. রেখা..?
তোমাকেই বলছি ,
তোমাকে ছাড়া একটুও ভালো নেই আমি।
S.I ZITU
৩.অপেক্ষা নিয়ে কবিতা উদ্ভ্রান্ত ভাবনা
কবিতা– উদ্ভ্রান্ত ভাবনা
তুমি আসবে বলে,
এক জীবনের সমস্ত অপেক্ষা আমার ;
একান্তই আমার।
এক পৃথিবীর সব ক’টা ফাগুন জড়ো করে
ফুলদানির কোলাজে সাজিয়ে রেখেছি।
তুমি আসবে, তুমি আসবে!
অপেক্ষা কেবল অপেক্ষা আমার।
ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়
দুধ-সাদা রঙের শিউলি পরে,
লাল টুকটুকে সূর্যটাকে কপালে বসিয়ে
মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে।
জানি তুমি আসবে, তুমি আসবে
অপেক্ষা কেবল অপেক্ষা আমার।
মহাশূন্যের শূন্যতাকে পাত্র বানিয়ে
“এক স্বর্গ ভুবন ” ভালোবাসায় তা পূর্ণ করে
আমাকে নিবেদন করবে প্রেম।
অপেক্ষার অবসান ঘটবে।
তুমি আসবে নাকি সমস্ত ভাবনা উদ্ভ্রান্ত হবে?
অপেক্ষা কেবল অপেক্ষাই রবে?