অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতা
অর্ধাঙ্গিনী বলতে মূলত স্ত্রী অথবা বউকে বুঝিয়ে থাকে। যা একজন আদর্শ স্বামী নিকট সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। পৃথিবীতে প্রতিটি আদর্শ স্বামী নিজের অর্ধাঙ্গিনী কিংবা স্ত্রীকে নিজের সর্বোচ্চ টুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করে থাকেন। তারা প্রতিনিয়ত অর্ধাঙ্গিনী প্রতি প্রেম ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করে থাকেন। অনেকেই আবার রোমান্টিক কবিদের অর্ধাঙ্গিনী কে প্রেমের অভিজ্ঞতা প্রকাশের জন্য কবিতা গুলো অনুসন্ধান করেন। তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ওয়েবসাইটে আমরা অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতা সম্পর্কিত প্রতিবেদনটি তুলে ধরেছি। আজকের এই কবিতাগুলোর মাধ্যমে মূলত আপনি অর্ধাঙ্গিনী প্রতি প্রেম ভালবাসার অনুভূতিগুলো সহজেই প্রকাশ করে তাকে আপনার ভালোবাসার কথা জানাতে পারবেন। এটি আপনাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে এবং দাম্পত্য জীবনকে মধুর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অর্ধাঙ্গিনী বলতে পৃথিবীতে প্রতিটি পুরুষের স্ত্রীকে বুঝিয়ে থাকে। অর্ধাঙ্গিনী মূলত প্রতিটি পুরুষের জীবনের অর্ধেক হয়ে থাকে। তাইতো ব্যক্তিগত জীবনে প্রতিটি পুরুষ নিজের অর্ধাঙ্গিনীকে সর্বোচ্চ টুকু দিয়ে ভালোবেসে আগলে রাখেন। তারা প্রতিনিয়ত অর্ধাঙ্গিনীর মন বোঝার চেষ্টা করেন এবং অর্ধাঙ্গিনী কে খুশি করার চেষ্টা করে থাকেন। বাস্তব জীবনে প্রতিটি মানুষকে নিজের অর্ধাঙ্গিনীকে খুশি করানোর জন্য অনেক রোমান্টিক কবি অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতা গুলো প্রকাশ করেছেন যেগুলো ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ অর্ধাঙ্গিনীর কাছে শেয়ার করার মাধ্যমে নিজের প্রেমের অনুভূতিগুলো শেয়ার করতে পারে এবং দাম্পত্য জীবনে নিজের অর্ধাঙ্গীরের প্রতি প্রেম এই অনুভূতিগুলো মানুষের জীবনকে সুন্দর করে সাহায্য করে। তাইতো প্রতিটি মানুষকে নিজের অর্ধাঙ্গিনীর কাছে প্রেমের অনুভূতিগুলো শেয়ার করতে হলে অবশ্যই প্রেমমূলক রোমান্টিক কবিতার কবিতাগুলো ব্যবহার করতে হবে।
অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতা
অনেকেই অর্ধাঙ্গিনীকে প্রেমের অনুভূতি গুলো প্রকাশ করার জন্য আমাদের আর্টিকেলটিতে ক্লিক করেন। তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতা সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্ট থেকে আপনারা অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতা গুলো জানতে পারবেন এবং আপনার স্ত্রীকে কিংবা আপনার অর্ধাঙ্গিনী কে নিজের মনের প্রেমময় অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আমাদের প্রেমের কবিতা গুলো তাদের কাছে পাঠাতে পারবেন। কেননা কবি এই কবিতা গুলোতে সুন্দরভাবে প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন যেগুলো অর্ধাঙ্গিনী প্রতি প্রেমের অনুভূতিগুলো প্রকাশের সাহায্য করবে। তাই আপনি যদি আপনার অর্ধাঙ্গিনীকে প্রেমের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে জানাতে চান তাহলে আমাদের আজকের এই অর্ধাঙ্গিনীকে প্রেমের কবিতাগুলো সংগ্রহ করুন।
কবিতা: অর্ধাঙ্গিনীকে
কবির নাম: ইবরার আমিন
কবি: ইবরার আমিন
উৎসর্গ: মুশফিকা তাসনিম শিরিন
সম্পৃক্ততা: প্রেম
কাব্যগ্রন্থের নাম: সংসারপত্র
স্থান: বিনোদপুর, রাজশাহী
সময়: ২০১৯
তোমাকে বলা হয়নি;
আমার নিজস্ব পৃথিবী নামক নন্দনকাননের বিস্তারিত বর্ণনা!
তোমার হাসির হিমালয়ে লুকিয়ে থাকে আমার মন খারাপের ঔষধ,
আমার কপালের ভাঁজে তোমাকে গেঁথে রাখি জৌলুসাকারে,
আমার পবিত্র ঠোঁটে সন্তর্পণে উচ্চারিত হতে থাকে তোমার নাম,
তোমার জন্য আমার অভিমান জমতে থাকে ছোঁয়ার দরখাস্তে,
তোমাকে আমি প্রিয় পাখির নামে ডাকি না,
প্রিয় ফুলের সাথেও তোমাকে তুলনায় বাঁধি না,
প্রিয় সবকিছু অক্ষি ফেরাতেই বিলীন হয়ে যায়,
তুমি আমার নন্দনকানন ।
আমার নন্দনকাননে উপসংহার বলে কোনো অভ্যাস তৈরি হয়নি;
আমার নন্দনকাননে ভালোবাসার প্রাসাদটা বিশাল,
যেখানে অভিযোগ প্রবেশ করার কোনো পথ নেই,
সন্দেহ নামক ফোটাও ঢুকতে পারবে না সেখানে রোগ হয়ে ।
তোমাকে বলা হয়নি;
তোমার কপাল আমার চুমু দেয়ার পবিত্র ময়দান,
তোমার আদ্যোপান্ত আমার বসবাসের তীর্থক্ষেত্র ।