অপূর্ব সুন্দর তুমি কবিতা
কবিতা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য অন্যতম একটি মাধ্যম। এই প্রতিটি কবিতার বিষয়ের উপর ভিত্তি করে আলাদা আলাদা মনের ভাব প্রকাশিত হয়ে থাকে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মানুষের সামাজিক ও পারিবারিক জীবন এমনকি প্রকৃতির বিভিন্ন ধরনের সৌন্দর্যমূলক উপমার পরিচয় এই কবিতাগুলোর মাধ্যমে পাওয়া যায়। প্রতিটি কবিতা অসম্ভব সুন্দরভাবে কবির ছন্দে ছন্দে আমাদেরকে সুস্পষ্টভাবে কবিতার বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে থাকে। তাইতো কবিতার এই সৌন্দর্যতা নিরূপণ করার জন্য অনেকেই অনলাইনে অপূর্ব সুন্দর তুমি কবিতাটি অনুসন্ধান করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে আমরা অপূর্ব সুন্দর তুমি কবিতা এই সম্পর্কিত বেশ কিছু কবিতা তুলে ধরা হয়েছে যেগুলো আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ধরনের সৌন্দর্যমূলক উপমার পরিচয় জানতে সাহায্য করবে।
কবিতার মাধ্যমে মূলত আমরা প্রতিটি কবি র মন মানসিকতার পরিচয় পেয়ে থাকি এবং তাদের মানসিকতার পরিচয় পাই। কেননা কবিগণ সাধারণত কবিতা নিজের জমানো ভালোবাসার অনুভূতি এবং ছন্দগুলো সুন্দরভাবে সাজানোর মাধ্যমে লিখে থাকেন। এই কবিতাগুলোতে প্রতিটি কবি নিজের মনের নিঃসঙ্গিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে থাকেন এবং প্রকৃতির বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর উপমা এবং নিজেদের মনের সকল ধরনের চিন্তাশক্তির পরিচয় তারা কবিতার মাধ্যমে প্রকাশিত করেন। তাইতো বাস্তব জীবনে প্রতিটি মানুষ কবিতার ভাষার মাধ্যমে ছন্দে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। এই কবিতাগুলো এখন মানুষ নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কবির ভাষায় সুন্দর সুন্দর কবিতা গুলো ব্যবহার করেন। মানুষের মাঝে এই সৌন্দর্যের কবিতা গুলোর মাধ্যমে প্রকৃতির অপরুপ সৌন্দর্য সুন্দরভাবে ফুটে উঠেছে। যার মাধ্যমে প্রতিটি মানুষ গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্যের বর্ণনা এবং সৌন্দর্যমন্ডিত গ্রাম কে উপলব্ধি করতে সক্ষম হয়।
অপূর্ব সুন্দর তুমি কবিতা
কিছু কিছু কবিতায় কবি অপূর্ব সুন্দর সুন্দর উপমা গুলোর বর্ণনা প্রদান করেছেন যেগুলো মাধ্যমে আমরা প্রকৃতির অপূর্ব সুন্দর উপমা গুলোর প্রমাণ পেয়ে থাকি। এই কবিতাগুলোর মাধ্যমে মূলত কবি প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন এবং যেগুলো আমাদেরকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানতে সাহায্য করে। তাইতো অনেকেই অনলাইনে অপূর্ব সুন্দর তুমি কবিতা প্রতিবেদনটি খুঁজে থাকে। তাদের উদ্দেশ্যে আমরা আজকে অপূর্ব সুন্দর তুমি কবিতা বেশ কিছু কবিতা তুলে ধরেছি যেগুলো আপনি সংগ্রহ করার মাধ্যমে প্রকৃতির অপূর্ব সুন্দর বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে পারবেন এই কবিতার ভাষায়। আপনি সকলের মাঝে আমাদের আজকের এই অপূর্ব সুন্দর কবিতা গুলো শেয়ার করে তাদেরকে জানাতে পারবেন। নিচে অপূর্ব সুন্দর তুমি কবিতা তুলে ধরা হলো:
অনেকদিন ধরে অনেক সাধনার পর
পাওয়া যায় এমনি একজন,
যে হয় তার স্বপ্নের মানুষের মতন
অনন্তকাল ধরে যেন তাকেই খুঁজেছি।
তার দুটি ঠোঁটে সারাক্ষণ লেগে থাকে হাসি
যখন দেখি মনে হয় তখনি ভালবাসি।
দেখলে তার মায়াবী চোখের চাহনি
পেয়ে যাবে সারা পৃথিবীর সৌন্দর্য্য তখনি।
আছে তার দীর্ঘ কালো কেশ
দেখতে আহা কি যে লাগে বেশ,
পাবে না খুঁজে এমন কেশ কোথাও আর
যার মাঝে লুকিয়ে আছে সৌন্দর্য্য অপার।
এমনি সৌন্দর্য্যে অপূর্ব অপরূপা তুমি
যা কখনও কোনদিনও ভুলতে পারব না আমি।
তুমি যে এক সদ্য ফোটা গোলাপ কলি
যা দেখলে ছুটে আসবে সকল অলি।
তুমি অপূর্ব অনন্যা
হয়না কারো সাথে তোমার তুলনা,
তোমার কোন উপমা পাই না খুঁজে আমি
তোমার উপমা শুধুই যে তুমি।
তুমি আমার মাঝে এক নতুন প্রেরণা
তোমায় ভেবে ভেবে করব কাব্য রচনা,
তুমি যে কি তুমি নিজেও জান না
তুমি বিধাতার নিজ হাতে সৃষ্টি এক আলপনা,
যার কোন কিছুর সাথে হয় না তুলনা।
অপূর্ব তুমি
– ডাঃমোঃ ইয়াছিন আরাফাত
টানা টানা চোখ দুটো,
ঢেড় মায়াবী তব ঐ মুখ।
মেঘ কালো কেশ তোমারি,
দেখে অবাক মোর দুটি চোখ।
হাসি তোমার অসাধারণ,
দেখে মুগ্ধ বারবার এই আমি।
নেই তোমার তুলনা,
বড়ই অপূর্ব তুমি।
রাখালের বাঁশি যেন তোমার ঐ নাক,
কি রূপে দিব বিবরণ,
সে না হয় থাক।
তোমার কানে সোনার দোল,
যেন সবুজ গাছে লাল গোলাপ ফুল।
তোমাকেই বলছি ওগো,
শুনে রাখ তুমি।
নেই তোমার তুলনা,
অপূর্ব তুমি।
কচি লতার ন্যায় তোমার দুটি হাত,
তব আদরে মিলিবে শান্তি নিশ্চয়,
থাক হৃদয়ে যতই আঘাত।
তোমার বিরহে মোর সিক্ত হৃদয়,
হয়ে যায় ধূসর মরুভূমি।
খানিক সময় থাকলে পাশে,
বৈচিত্রময় লাগে এ বিশ্বভূমি।
নেই তোমার তুলনা,
অপূর্ব তুমি।
তোমার পায়ের কোমল ছোঁয়া পেতে,
ঘাসের বুকে শিশির ঝরে শীতে।
তোমার নূপুরের রিনঝিন তালে তালে,
অঝরে ঝরে বৃৃষ্টি বর্ষাকালে_শান্ত তপ্তভূমি।
নেই তোমার তুলনা,
অপূর্ব তোমার রূপ,
অপূর্ব তুমি।
বহুবার চেয়েছি বলতে,
হয়েছিলে আনমনা তুমি শোননি।
লিখেছি কবিতায়,
করেছ অবহেলা তুমি পড়নি।
তোমার মাধুর্যে মুগ্ধ পাহার- সাগর -জমি।
নেই তোমার তুলনা,
তুমি অপরূপা,
অপূর্ব তুমি।