কবিতা

হাসি নিয়ে কবিতা | ৪ টি সুন্দর হাসি কবিতা

মানুষের জীবনের সুখ-দুঃখ আনন্দের মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে হাসি যার মাধ্যমে মানুষ নিজের মনের আনন্দ ও খুশি গুলো প্রকাশ করে থাকে। মানুষ বিভিন্ন কারণে হেসে থাকে অনেকেই কষ্ট পেল হাসে আবার কিছু কিছু মানুষ মনের আনন্দ গুলো প্রকাশ করার জন্য হাসি ব্যবহার করে থাকেন। হাসির মাধ্যমে মূলত মানুষ নিজের মনের সকল আনন্দ অনুভূতিগুলো মানুষের মাঝে প্রকাশ করেন। বিজ্ঞানের ভাষায় একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই দৈনন্দিন জীবনে হাসার প্রয়োজন রয়েছে। কেননা এই হাসি মানুষের হাড়ের গঠন ও মজবুত করতে সাহায্য করে থাকে। অনেকেই হাসি সম্পর্কে জানার জন্য অনলাইনে হাসি নিয়ে কবিতা গুলো খুজে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরেছি আমরা হাসি নিয়ে কবিতা সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই কবিতার মাধ্যমে আপনি হাসি নিয়ে কবিতা গুলো জানতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে কবিতা গুলো ব্যবহার করতে পারবেন।

হাসি দৈনন্দিন জীবনের মানুষের মনের আনন্দ প্রকাশের একটি প্রক্রিয়া। যা মানুষ কষ্ট পেলেও হাসি আবার মনের আনন্দ প্রকাশের জন্য হেসে থাকে। সাধারণ ভাষায় মানুষ নিজের মনের আনন্দ অনুভূতি গুলো অপরের মাঝে প্রকাশ করার জন্য হাসি ব্যবহার করে থাকেন। প্রতিটি মানুষ মনের আনন্দে ভেসে থাকেন। বন্ধুদেরকে বিনোদন দিতে কিংবা তাদেরকে আনন্দ দিয়ে বন্ধুদের সাথে তারা হাসি ঠাট্টা করে থাকে। হাসির বিভিন্ন ধরনের হয়ে থাকে এটি অট্টহাসি মুচকি হাসি আবার কিছু কিছু হাসি রয়েছে যেগুলো মানুষ মুখে নয় বরং চোখের মাধ্যমে প্রকাশ পায়।

প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে হাসির প্রয়োজন রয়েছে কেননা মানুষকে মানসিকভাবে সুখে রাখতে এবং সুস্থ রাখতে হাসির ভূমিকা মুখ্য। মানুষের মানসিকভাবে শান্তি দিতে সাহায্য করে থাকে তেমনি হারকে মজবুত ও শক্তিশালী করতে হাসির ভূমিকা অপরিসীম। বিজ্ঞানের ভাষা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রতিনিয়ত আধা ঘন্টা হাসার পরামর্শ প্রদান করা হয়েছে। কেননা মানুষ হাসির মাধ্যমে নিজের আহারের গঠন ও হাড় কে শক্তিশালী করতে সক্ষম হয়।

হাসি নিয়ে কবিতা

হাসি মানুষের মনের ভাব প্রকাশের একটি প্রক্রিয়া। যার মাধ্যমে মানুষ মনের আনন্দ অনুভূতিগুলো প্রকাশ করে থাকে এবং আনন্দ পেয়ে থাকে। মানুষ বিভিন্ন ক্ষেত্রে বন্ধু-বান্ধবদের আড্ডা কিংবা বিভিন্ন ধরনের আনন্দ মুহূর্ত হাসি মাধ্যমে আনন্দগুলো প্রকাশ করে থাকেন। অনেকেই আবার হাসি নিয়ে কবিতা গুলো অনলাইনে খুজে থাকেন তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা হাসি নিয়ে কবিতা সম্পর্কিত এই পোস্টটি। আপনি আমাদের এই পোস্ট থেকে হাসি নিয়ে কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে এই কবিতা গুলোর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের কিংবা আপনজনদের বিনোদন দিতে পারবেন এবং তাদেরকে হাসাতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের বিনোদনমূলক পোস্ট হিসেবে আমাদের আজকের এই কবিতাগুলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে পারবেন। নিচে হাসি নিয়ে কবিতা গুলো তুলে ধরা হলো:

ওগো হাস্যোজ্জ্বল মে;

তোমার হাসিতে আহত আমি,

বাচাবে আমায় কে?

তোমার হাসির নির্মম তালে,

মন যে আমার ছটফট করে; 

নীল ওই আকাশে সব ডানা মেলে। 

আমার নিস্তব্ধতার একমাত্র কারন,

তোমার হাসির পাইনা যে দর্শন।

হাসলে তুমি তৃপ্ত হয়,

আমার অশ্রুভেজা দুটি নয়ন। 

জানিনা তোমার রাগের কারন,

নেই যে আমার কিছুই স্মরন, 

কি ভুলে দিচ্ছ শাস্তি এমন,

এসে যাবে আমার মরন। 

হাসি দেখে পড়লাম প্রেমে। 

একেছি তোমায় হৃদয় ফ্রেমে। 

ভাবনায় আসে না তুমি ছাড়া কিছু,

কল্পনার ক্ষমতা গেছে পুরোপুরি থেমে। 

আসবে কি তুমি আমার হয়ে, 

রংহীন শুন্য এই জীবনে। 

তোমার আলোয় করবে কি তুমি,

আলোকিত মোর সারা ভূবনে।

তোমার হাসির নতুন ঢেউ,

মন ভেবেছে অন্য কেউ; 

তাইতো দিনি ইশারা।

নিজেকে নিয়ে ব্যাস্ত বলে 

তোমায় আমি গেছি ভুলে;

তোমার লাজুক হাসি দিয়ে,

দাওনা আবার ইশারা। 

০২

খোলা চোখে দেখা সপ্ন আমার,
 
শুধু তোমাকেই ঘিরে।
তোমার কাছে জানতে চাই;
আসবে কি তুমি সঙ্গী হয়ে,
আমার ছোট নীরে?

০৩ 

গোপন কথা পাঠিয়ে দিলাম

ভালোবাসার খামে।

পত্র লিখে জানিয়ে দিলাম 

পড়েছি তোমার প্রেমে।  

০৪

খোলা চিঠি উড়ে,

অচেনা ঐ নীল আকাশে;

পাবে চিঠি ঠিকানা সেই,

যেই ঠিকানায়, 

প্রিয়া মোর হাসে। 

 

হাসতে হাসতে অন্ধ,
মুখটা তার বন্ধ,
চোখটা গেলো বুজে,
বেশি হাসে অকাজে।
হাসলেই হাসি, বাড়ে বেশি,
হাসতে নেই মানা,
জীবন যদি থেমেও যায়,
হাসি যাবে না থামা।
তাই তো ভাই, হাসতে হবে,
থাকতে হবে ভালো,
অন্ধকারে একা হলে,
দেখবে তুমি আলো।
দুঃখ গুলো যাবে ঢেকে,
সব হাসির আড়ালে।
দেখবে তুমি আছো ভালো
সব পরিস্থিতি সামলে।

কোথায় পেলে এমন হাসি :

কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে জোছনা ঝড়ে!
যেই হাসির আলোক বরণ
ঝলমলিয়ে মর্ত্যে পড়ে।

কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে জুড়ায় হৃদয়,
যেই হাসির আবরণে
দূর হয়ে যায় সব ডর-ভয়।

এমন হাসি পেলে কোথায়
যে হাসিতে ফাগুন উড়ে,
যেই হাসির সুরের টানে
পাখিরা সব গান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x