সকালে কবিতা| মিষ্টি সকালের কবিতা
সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে এলাম আমাদের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনারা সকলের কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন। কেননা প্রতিটি মানুষ তার ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষটিকে সকালের শুভেচ্ছার মাধ্যমে দিনের শুরু করে থাকেন। সকালের শুভেচ্ছা জানানোর জন্য অনেকেই শুভ সকাল কিংবা সকালের বিভিন্ন ধরনের কবিতা ছন্দ স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা ব্যবহার করে থাকেন। এজন্যই আমরা আজকে আমাদের ওয়েবসাইটে আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে এলাম সকলের কবিতা সম্পর্কিত এই পোস্টটি। যেখানে আপনারা সকল সম্পর্কে বিভিন্ন ধরনের কবিতা সংগ্রহ করতে পারবেন আর এই কবিতাগুলো আপনার প্রিয় মানুষকে সকলে শুভেচ্ছা জানাতে আপনি তাদেরকে পাঠাতে পারবেন। আশা করছি আমাদের আজকের সকালের কবিতা গুলো আপনাদের সকলের অনেক পছন্দ হবে।
পৃথিবীতে প্রতিটি মানুষ ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষকে সব জীবনের সকল ব্যস্ততার মাঝেও সময়ে দিয়ে খুশি করার চেষ্টা করে থাকেন। প্রিয়জনদের ছোট ছোট আবদার গুলো পূরণ করার মাধ্যমে তারা প্রিয় মানুষকে বিভিন্ন উপায়ে ভালোবাসার চেষ্টা করে থাকেন। প্রতিটি মানুষ প্রিয়দের কাছ থেকে আদর যত্ন ভালোবাসা গুরুত্ব আকর্ষণ পাওয়ার ইচ্ছা পোষণ করে থাকে। যেগুলো একজন মানুষকে মানসিকভাবে তৃপ্তি সুখ দিতে সাহায্য করে থাকে। একজন মানুষের জীবনে টাকা-পয়সা অর্থ-সম্পদ সে পরিমাণ সুখ দিতে পারে না সে পরিমাণ সুখ শুধু মাত্র প্রিয়জনের যত্ন ভালোবাসা গুলো দিয়ে থাকে।
তাইতো প্রতিটি মানুষ জীবনের শুরুতে প্রতিদিন সকালে শুভেচ্ছার মাধ্যমে দিন শুরু করে থাকেন। এছাড়া দিনের বিভিন্ন মুহূর্তে তারা প্রিয় মানুষটিকে ছোট একটি এসএমএস কিংবা শুভেচ্ছা বার্তার মাধ্যমে বিভিন্ন মুহূর্তে ও শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেন। যা একটি সম্পর্ক স্থায়ী করতে সাহায্য করে থাকে।
সকালের কবিতা
প্রতিটি মানুষ প্রিয় মানুষকে সকলের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের সকলের শুভেচ্ছা বার্তা ছন্দ এসএমএস গুলো ব্যবহার করে থাকেন। আজকের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ওয়েব সাইটে সকলের কবিতা সম্পর্কিত একটি পোস্ট। এই পোস্ট থেকে আপনারা সকলের কবিতা গুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনার প্রিয় মানুষকে সকালের এই সুন্দর সুন্দর কবিতার মাধ্যমে তাদেরকে সকলে শুভেচ্ছা জানাতে পারবেন। আমরা আপনাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটিতে শুধুমাত্র সকলে সুন্দর সুন্দর কবিতা গুলোর মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে। তাই আপনারা আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আজকের এই সকালের কবিতা গুলো সংগ্রহ করুন। নিচে সকালের সকল কবিতা তুলে ধরা হলো:
সকালের প্রথম আলো শিরীষ গাছের পাতার ফাঁকে
ঝিকি মিকি তারার মত দিনের আলোয় ছবি আকে
সেই তারাদের আলোক বিন্দু যখন তোমার চোখে দেখি
আমি যেন মুগ্ধ হয়ে নীরব নিথর চেয়ে থাকি।
দুপুরের প্রখর তাপে চোখে যখন মরিচীকার ধাঁধা লাগে
দূরে কোন গাছের ডালে একলা বসে বিরহীনি ঘুঘু ডাকে
বিরহী সেই ঘুঘুর ডাকের ছন্দ যখন তোমার মুখে দেখি আমি
কি মায়ায় বুক ভরে যায় জানে শুধু অন্তর্যামী।
গোধুলীর সূর্য যখন অস্তাচলে নদীর নীরে যায় ডুবে যায়
পরিযায়ী পাখীরা সব দিনশেষে ব্যাস্ত থাকে ঘরে ফেরায়
পাখীদের ঐ ফেরার তাড়া তোমার মনেও জাগায় সাড়া
আর তোমার মনের হদিশ পেয়ে আমি যে আজ পাগল পারা।
তৃতীয়ার চাঁদ অস্ত গেলে জোনাকি জ্বলা অন্ধকারে
ঝিঝি পোকার ডাক শোনা যায় নিশুত রাতে জানলা ধারে
দাঁড়িয়ে থাকো রাস্তা চেয়ে আবেগ ঘন আশংকাতে
সেই আশংকার অবসানে থাকব তোমার পাহারাতে।
সকাল এলে
সকালের সূর্যকে মেখে গায়ে
স্নান সারলাম থামানো গাছগুলোকে ফেলে|
টলতে টলতে ঢললো রোদ
আমার গায়ে এঁকে|
চলতে চলতে এগোলাম দুপাফেলে
হাঁটার ছলে ছল ধরলাম
মেঘের কোলে ফাসবো বলে|
সকালের আকাশে ভেসে বেরায়
একঝাঁক মেঘের তুলো
কালো কালো অল্প মেঘের
সকালে সেই আমি দেখি
একই রকম সাদা আর কালো|
থমকে যায় যখন সকাল
তখন কলো মেঘ ঠিক যায় সরে|
কখনো ঝরে সে বৃষ্টি হয়ে
আবার কখনো সে রাত ফুরিয়ে
দিন হয়ে|
সকাল আসবেই সবকিছুকে
উপেক্ষা করে, পৃথিবী বাঁচে যে
তারই নিজের তাগিদে|