ছন্দ

ভালোবাসার ছন্দ কষ্টের ও ভালবাসার কষ্টের এসএমএস

পৃথিবীতে ভালবাসায় এমন একটি অনুভূতি যেখানে মানুষের জীবনের সুখ দুঃখ হাসি আনন্দ ও সকল অনুভূতি মিশে আছে। ভালোবাসার মাধ্যমে একজন মানুষ যখন পরম সুখ খুঁজে পায় তেমনই আবার এই ভালোবাসার মানুষকে প্রতিনিয়ত তিলে তিলে কষ্ট দিয়ে থাকে। কেননা পৃথিবীতে প্রতিটি মানুষ প্রিয়জনের দেওয়া যন্ত্রণা ও আঘাতগুলো সহ্য করতে পারে না তাইতো তারা এই ভালোবাসা থেকে প্রতিনিয়ত কষ্ট পেতে থাকে। আজ আমরা আপনাদের উদ্দেশ্যে ভালোবাসা সেই কষ্ট সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরতে নিয়ে এসেছি ভালোবাসার ছন্দ কষ্টের ও ভালোবাসার কষ্টের এসএমএস সম্পর্কিত একটি পোস্ট। আজকের এই পোস্ট থেকে আপনারা ভালোবাসার ছন্দের কষ্টগুলো এবং ভালোবাসার কষ্টের এসএমএস গুলো সংগ্রহ করে আপনার ভালোবাসার কষ্টগুলো সকলের মাঝে প্রকাশ করতে পারবেন।

পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা মঙ্গল ময় হতে পারে না। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা তিলে তিলে যন্ত্রণা দিয়ে থাকে এবং কষ্ট দিয়ে থাকে। ভালোবাসার সুখ ক্ষণস্থায়ী হলেও এর দুঃখ সাধারণত স্থায়ী হয়ে থাকে। কেননা অনেকের জীবনে এই ভালোবাসা প্রতিনিয়ত তাকে কষ্ট দিতে দিতে যন্ত্রণার আগুনে পোড়াতে থাকে এবং অনেক সময় মানুষ এই ভালোবাসার কষ্ট থেকেই অন্ধকার জগতে পা বাড়ায়। এমনকি ভালোবাসার এই কষ্ট অনেকে সহ্য করতে না পেরে নিজের জীবনকে নিজেই ধ্বংস করে দেয়। ভালোবাসার সুখ একজন মানুষকে প্রতিনিয়ত বেঁচে থাকার স্বপ্ন দেখায় যেমন তেমন ভালোবাসার কষ্ট প্রতিনিয়ত একজন মানুষের জীবনকে ধ্বংসের পথে চালিত করে। তাই আমাদের ব্যক্তিগত জীবনে যাকেই ভালোবাসি না কেন তাকে জীবনের সর্বোচ্চ টুকু দিয়ে সুখে রাখার চেষ্টা করতে হবে। তাহলে মূলত আমরা ব্যক্তিগত জীবনে প্রিয় মানুষকে ভালোবাসার মাধ্যমে সুখ দিতে পারবে এবং সারা জীবন তাকে আগলে রাখতে পারব।

ভালোবাসার ছন্দ কষ্টের

পৃথিবীতে ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষের ভালোবাসার মাঝে কষ্ট রয়েছে। মানুষের ভালোবাসার কষ্টগুলোকে সহজেই ভুলতে পারেনা। প্রতিনিয়ত ভালোবাসার এই কষ্টগুলো মানুষকে যন্ত্রণার দহনে পড়তে থাকে। তাইতো অনেকেই অনলাইনে ভালোবাসার ছন্দ কষ্টের অনুসন্ধান করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকের পোস্টটিতে আমরা ভালোবাসার ছন্দ কষ্টের সম্পত্তিতে এই পোস্টটি তুলে ধরেছি। আপনারা আমাদের আজকের এই ভালোবাসার ছন্দ কষ্টগুলো সংগ্রহ করে আপনার ব্যক্তিগত জীবনের ভালোবাসার কষ্ট গুলো প্রকাশ করার জন্য আপনি আমাদের এই ছন্দ গুলো ব্যবহার করতে পারবেন। আপনি সকলের মাঝে আমাদের আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে তাদেরকে জানাতে পারবেন। নিচে ভালোবাসার ছন্দ কষ্টের তুলে ধরা হলো:

কাউকে যদি সত্যি
ভালোবাস,.তাহলে
হাজার ব্যস্ততার মাঝেও
তাকে একটু সময়
দিও হয়তো তোমার
একটু সময়ের জন্য,
সবসময় সে অপেক্ষায় বসে থাকে!!

যখন তোমাকে খুব মিস করি
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি জানি সেখানে
তোমাকে দেখব না
কিন্ত এই ভেবে শান্তনা পাই যে
দুজনে এক আকাশের
নিচেই তো আছি

কষ্টের ছন্দ

ফুল তো বাগানের
তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে
তবে জলে কেনো?
জল তো সাগরে
তবে চোখে কেনো?
মন তো আমার তবে
বার বার তোমাকে মনে পরে কেনো?

হাজার কষ্টের মাঝে
হাজারো ভুলের মাঝে
যে relation রয়ে যায়
সেটা হলো real relation
আর একটু ভুলের মাঝে
যে relation হারিয়ে যায়
তা হলো অভিনয়

মানুষের তিলে তিলে গড়ে
তোলা স্বপ্নগুলো যদি এক
নিমিষেই নষ্ট হয়ে যায়
সেটার কষ্টটা বহুগুন
আঘাত করে।

মাঝে মাঝে কষ্ট করে হলেও,
একা একা চলা শিখতে হয় কারণ,
যাকে ছাড়া আপনি চলতে পারবেন না,
বা বাঁচতে পারবেন না ভাবছেন,
সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে।

পৃথিবীর সব কষ্টে
যেমন কাঁদা যায় না।।
তেমনি সব সুখে
হাঁসাও যায় না।।।
কিন্তু ভালোবাসার কষ্টে
এমন একটি কষ্ট
যে কষ্ট আগুন জ্বলে না,
কিন্তু হৃদয় পুড়ে ছাই
হয়ে যাই!!!.

হারানো প্রিয় মানুষদের
কথা মনে পড়লে কিছু
হোক বা না হোক,
চোখের কোনে এক ফোঁটা
জল এসে পড়বেই।..

তোমার পৃথিবীটা বিশাল বড়
আমায় ছাড়াই হাসা যায়
বাঁচা যায়, আমার কথা
মনে না করেই থাকা যায়..!

আমি রাতকে ভালবাসি না
তবুও আমি প্রতিরাত জেগে খাকি
তোমার দেয়া কষ্টে
ঘুম আসেনা বলে..!!

ভালোবাসার কষ্টের এসএমএস

ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ ভালোবাসার মাধ্যমে যেমন সুখ লাভ করে থাকে তবে কিছু কিছু মানুষ ভালোবাসার মাধ্যমে চরম কষ্ট পেয়ে থাকে। মানুষ তার এই ভালোবাসার কষ্টগুলোকে বিভিন্ন উপায়ে কমানোর চেষ্টা করে থাকেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের ভালোবাসার কষ্ট গুলো কমানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস এসএমএস ব্যবহার করেন।তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ওয়েব সাইটে ভালোবাসার কষ্টের এসএমএস গুলো তুলে ধরা হয়েছে। আপনারা আজকের এসএমএস গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার কষ্টগুলো কমিয়ে আনতে পারবেন। আমরা মূলত আপনাদের ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করে আজকের এই প্রতিবেদনটি তুলে ধরেছি। তাই দেরি না করে আপনারা আমাদের আজকের এই ভালোবাসার কষ্টের এসএমএস গুলো দেখে নিন।

জীবনে কি পেলাম তা জানিনা
তবে আমাকে বোঝার মতো
কাউকে পেলাম না

ভালবাসা বদলায় না
বদলে যায় মানুষ গুলো
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময় গুলো ।

রং বদলে গেছে আমার মনের ও
ভয় নেই অনেক দুরে চলে গেছি
শুনলাম তুমি এখন
অন্যের মনের ময়না পাখি
আর আমি এখনো সেই
অজানা বালুচরের চোখের বালি..!!

ভালবাসা যতোটা সুখি করে
তার চেয়ে হাজার গুন
বেশি কষ্ট দেয়,
তবোও কেনো
মানুষ ভালবাসে জানেন
কারন কষ্ট ছাড়া ভালবাসার
পরিমাপ করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x